আপনার নামে নিবন্ধিত সিম কিভাবে দেখবেন এবং বন্ধ করবেন

আপনার নামে নিবন্ধিত সিম কিভাবে দেখবেন এবং বন্ধ করবেন

নিজের নামে থাকা নিবন্ধিত সিম কয়টি তা যদি না জেনে থাকেন তাহলে আজকের লেখাটি আপনার জন্য। একই সাথে আরো জানতে পারবেন এই সিমগুলো কিভাবে বন্ধ করে দিতে হবে।

অনেক সময় আমরা প্রয়োজনের বেশি অনেক সিম কার্ড কিনে থাকি। বাংলাদেশে এখন পর্যন্ত একজন ব্যক্তির অধীনে সর্বোচ্চ ১৫ টি সিমের মালিকানা থাকার সুযোগ আছে। কোনো ব্যক্তি ১৫ টির বেশি সিম নিজের নামে রেজিষ্টার করতে পারবেন না।

আপনার নামে নিবন্ধিত সিম কিভাবে দেখবেন

কয়টি করে সিম আমাদের নামে নিবন্ধন করা আছে সেটি কয়েকটি উপায়ে জানা যেতে পারে। নিচে কয়েকটি উপায় নিয়ে আলোচনা করা হয়েছে।

সিম রেজিস্ট্রেশন চেক অনলাইন

অনলাইনে আপনার নামে কয়টি সিম রেজিষ্টার করা আছে সেটি জানার জন্য আপনি My GP অ্যাপ থেকে সাহায্য নিতে পারেন। এখান থেকে আমাদের NID তে কয়টি সিম কেনা হয়েছে খুব সহজেই জানা যায়।

প্রথমে My GP অ্যাপ এ লগইন করুন। এরপর Services অপশনে গিয়ে ৩ নাম্বার মেনুতে দেখতে পাবেন Sims you own। এই অপশনে ক্লিক করলে আপনার NID কার্ড এর শেষ চারটি সংখ্যা জানতে চাওয়া হবে। সেই চারটি সংখ্যা দিয়ে ক্লিক করলেই আপনার নামে কয়টি সিম আছে সেটি অপারেটরের নাম সহ চলে আসবে।

SMS এর মাধ্যমে রেজিস্টার্ড সিম দেখার উপায়

যেকোনো মোবাইল অপারেটর থেকে আপনি খুব সহজেই SMS এর মাধ্যমে রেজিস্টার্ড সিমের সংখ্যা জানতে পারবেন। এর জন্য ডায়াল প্যাড এ গিয়ে *১৬০০১# ডায়াল করুন। এরপর একটি মেনু আসবে সেখানে আপনাকে আপনার NID কার্ডের শেষের চারটি সংখ্যা দিয়ে সেন্ড করতে হবে। ফিরতি এসএমএসে আপনাকে আপনার নামে থাকা রেজিস্টার্ড সিমের তথ্য জানানো হবে।

উল্লেখ্য যে এখানে আপনার কোনো টাকা কাটবে না। এটি সম্পূর্ণ ফ্রি একটি সার্ভিস। এসএমএস এ SNID লেখা থাকলে বুঝে নিবেন এটা আপনার স্মার্ট NID থেকে কেনা হয়েছে আর এমনি NID থাকলে সেটা আগের পুরাতন NID নাম্বার দিয়ে কেনা হয়েছে।

আরো দেখুন:

সেকেন্ড হ্যান্ড মোবাইল কেনার আগে যেসব দেখবেন

মোবাইলের ব্যাক কভার ব্যবহার করার আগে সাবধান হন

বিকাশ অ্যাপের রিওয়ার্ড পয়েন্টের ব্যবহার

 

সিম রেজিস্ট্রেশন বাতিল করার নিয়ম

যেকোনো অপারেটর এর নিবন্ধিত সিম বাতিল করার জন্য আপনার দুইটি করণীয় আছে। প্রথমটি হচ্ছে ওই অপারেটর এর হেল্প লাইনে কল দিয়ে তাদের কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বলে প্রয়োজনীয় প্রমাণাদি দিয়ে নাম্বারটি বাতিল করা। অথবা সরাসরি নিকটস্থ কাস্টমার কেয়ার গিয়ে প্রমাণাদি দেখিয়ে সরাসরি সিমের মালিকানা বাতিল করে দেওয়া।

আপনার নামে নিবন্ধিত সিম কিভাবে দেখবেন এবং বন্ধ করবেন

টেলিটক সিম বন্ধ করার নিয়ম কী

টেলিটক সিম বন্ধ করার জন্য আপনাকে আপনার নিকটস্থ টেলিটক কাস্টমার কেয়ার সেন্টারে যেতে হবে। সেখানে গিয়ে কথা বললে তারা আপনার NID তথ্য দেখে আপনার নামে থাকা অতিরিক্ত টেলিটক সিম বন্ধ করে দিবে। টেলিটক কাস্টমার কেয়ার আপনার আশেপাশে কোথায় আছে না জেনে থাকলে টেলিটকের ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন।

এয়ারটেল সিম বন্ধ করার নিয়ম কী

এয়ারটেল সিম বন্ধ করার জন্য এয়ারটেলের নিকটস্থ কাস্টমার কেয়ার সেন্টারে যেতে হবে এবং NID তথ্য ও সিমের মালিকানার প্রমাণ দেখে তারা অতিরিক্ত এয়ারটেল সিম বন্ধ করে দিবে।

রবি সিম বন্ধ করার নিয়ম

রবি সিম বন্ধ করার জন্য একইভাবে আশেপাশের কোনো সার্ভিস সেন্টার এ যেতে হবে এবং তাদের প্রতিনিধির সাথে কথা বলতে হবে। এরপর তথ্য যাচাই করে তারা উক্ত রবি সিম বন্ধ করে দিবে।

উল্লেখ্য রবি আর এয়ারটেল একই সাথে কাজ করায় এই দুইটির যেকোনো একটি সার্ভিস সেন্টারে গেলে আপনার কাজ হয়ে যেতে পারে।

বাংলালিংক সিম বন্ধ করার নিয়ম কী

বাংলালিংক সিম বন্ধ করার জন্য বাংলালিংক কাস্টমার কেয়ার এ গিয়ে উপযুক্ত তথ্যাদি দিয়ে কাস্টমার কেয়ার প্রতিনিধিকে সাহায্য করলে আপনার বাংলালিংক সিম বন্ধ করে দেওয়া হবে।

গ্রামীণফোন সিম বন্ধ করার নিয়ম

গ্রামীণফোন সিম বন্ধ করতে হলে একইভাবে নিকটস্থ বা যেকোনো গ্রামীণফোন কাস্টমার কেয়ারে যেতে হবে। এরপর সেখানে থাকা প্রতিনিধির সাথে কথা বলে তাকে সিমের মালিকানার তথ্য দিয়ে সাহায্য করুন। এরপর সেই প্রতিনিধি আপনার কাঙ্ক্ষিত সিম বন্ধ করে দিবে।

পরিশেষে যা বলতে চাই

সিম বন্ধ করার আগে ভালোভাবে দেখে নিবেন কোন সিম কার্ড আপনার প্রয়োজন আছে। দরকারি একটি সিমের রেজিস্ট্রেশন বাতিল করে দিলে আপনি এর মালিকানা হারিয়ে ফেলবেন। তখন কিছু করার থাকবে না। ওই সিম পুনরায় কারো কাছে মোবাইল অপারেটর সেল করার আগেই আবারও তাদের থেকে কিনতে হবে।

অনেক সময় এমন হতে পারে যে আপনার কিছু সিম হারিয়ে গেছে আর আপনি সেগুলো ফেরত চাচ্ছেন না। কিন্তু নাম্বার গুলো আপনার নামেই নিবন্ধিত হয়ে আছে। তখন কিন্তু ১৫ টি সিমের বেশি কিনতে পারবেন না যতক্ষণনা হারিয়ে ফেলা সিম গুলোর মালিকানা বাতিল করছেন। 

Hello! I’m Razwan, a dedicated Content Writer 2 years of hands-on experience.

3 thoughts on “আপনার নামে নিবন্ধিত সিম কিভাবে দেখবেন এবং বন্ধ করবেন”

  1. আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।শুভ রাত্রি।

    Reply

Leave a Comment