বিকাশ অ্যাপ এর সুবিধা

বিকাশ অ্যাপ এর সুবিধা

 

কি খবর আপনাদের সকলের ? আশা করি সকলেই ভাল আছেন । বিভিন্ন ধরনের সার্ভিসের বিভিন্ন ধরনের অ্যাপ থাকে ।এর মধ্যে মোবাইল ব্যাংকিং বিকাশ এর রয়েছে নিজস্ব একটি অ্যাপ । বিকাশ যখন সর্বপ্রথম চালু হয় তখন এদের নিজস্ব কোন অ্যাপ ছিল না ।
আমাদের আরো আর্টিকেল পড়ুন নিচের লিংক থেকে
কিন্তু সময়ের পরিবর্তনে যুগের চাহিদার সাথে তাল মিলিয়ে তারাও অ্যাপ নিয়ে এসেছে এবং এই অ্যাপ এর মাধ্যমে দৈনন্দিন জীবনে আমাদের অনেক কাজ সহজ হয়েছে । আজকের এই আর্টিকেলটিতে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে বিকাশ অ্যাপস এর সুবিধা গুলো নিয়ে ।
বিকাশ এর অ্যাপ ব্যবহার করার জন্য আপনাকে সবার প্রথমে আমাদেরকে গুগল প্লে স্টোর থেকে অথবা অ্যাপেল স্টোর থেকে বিকাশ অ্যাপটি ডাউনলোড করতে হবে । থার্ড পার্টি কোন ওয়েবসাইট থেকে ডাউনলোড না করার পরামর্শ থাকবে কারণ এতে করে আপনার ফোনে ভাইরাস চলে আসতে পারে ।
অ্যাপটি ডাউনলোড করা হয়ে গেলে ওপেন করবেন ওপেন করার পর এখানে দুইটি অপশন আছে লগইন করা এবং রেজিস্টার করা । আপনার যদি আগে থেকেই একটি অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি লগইন করবেন এবং যদি আপনি চান নতুন করে একাউন্ট করবেন তাহলে রেজিস্টার বাটনে ক্লিক করে নতুন একাউন্ট তৈরি করার মেথডগুলো চলে আসলে এখন নতুন একটি অ্যাকাউন্ট তৈরি করে নিবেন ।
বিকাশ অ্যাপ দিয়ে কিভাবে নতুন একটি একাউন্ট তৈরি করবেন তা আজকের পোস্টে আলোচনা না করে অন্য কোন দিন আলোচনা করা হবে । আজকে তাই সরাসরি লগইন করার পর বিকাশ অ্যাপ এর সুবিধা গুলো তুলে ধরা হবে । তাই মনোযোগ দিয়ে আর্টিকেলটি পড়ুন ।

যেভাবে লগইন করবেন বিকাশ অ্যাপ এ

লগইন বাটনে ক্লিক করার পরে আপনার মোবাইল নাম্বারটা দিন ।মোবাইল নাম্বারটি দেওয়ার পর আপনার নাম্বারে একটি ওটিপি কোড আসবে। এই কোডটি কারো সঙ্গে শেয়ার করবেন না যদিও এখন সিকিউরিটি অনেক হাই তাই শেয়ার করল আশা করা যায় কোন সমস্যা হবে না।

 

এখানে ওটিপি তে দেওয়া কোডটি অটোমেটিক ভাবে সফটওয়্যারটি রেজিস্টার করে নেবে এবং আপনাকে নেক্সট করতে বলবে। এরপর আপনি এলাও করে দেওয়ার পর আপনার পিন নাম্বারটি দিয়ে বিকাশ অ্যাপ এ ঢুকবেন।
বিকাশ অ্যাপ এ ঢোকার পরে প্রথমে আপনার ছবি এবং আপনার ইউজারনেম দিতে বলবে আপনি চাইলে এগুলো এখনই দিয়ে দিতে পারবেন অথবা পরবর্তীতে যে কোন সময় সেটিং থেকে গিয়ে আপডেট করা যাবে।

বিকাশ অ্যাপ থেকে ব্যালেন্স দেখা

ব্যালেন্স জানার জন্য উপরে ব্যালেন্স বাটনে ক্লিক করলে সাথে সাথেই আপনাকে আপনার বিকাশ একাউন্টের ব্যালেন্স কত তা জানিয়ে দেওয়া হবে। আর এই কাজটি আপনি যদি ম্যানুয়াল ভাবে করতে যেতেন তাহলে আপনাকে বারবার কোড ডায়াল করতে হতো এবং পিন নাম্বার দিতে হতো যা এখানে কোন প্রয়োজন নেই একদম সিম্পল একটা ট্যাপ মাধ্যমে এই কাজটি করতে পারবেন।

বিকাশ অ্যাপের সকল মেনু একসাথে

উপরে সবার প্রথমে আপনি পেয়ে যাবেন বিকাশের সকল মেনু কে একসাথে। জাস্ট টাইপ করার মাধ্যমে আপনি সেখান থেকে যেকোনো কাজ করতে পারবেন। বারবার কোড ডায়াল করা ঝামেলায় পড়তে হবে না।

 

বিকাশ অ্যাপের মাই বিকাশ অপশন

মাই বিকাশ নাম দিয়ে আরেকটি মেনু দেখতে পারবেন এই মেনুতে আপনার রিসেন্টলি ব্যবহার করা সার্ভিসগুলো দেখাবে। তাই রিসেন্টলি ব্যবহার করা কোন সার্ভিসকে আপনি যদি আবারও ব্যবহার করতে চান নতুন করে মেনুতে গিয়ে খুঁজতে হবে না এখানেই চোখের সামনেই দেখতে পারবেন।

বিকাশ অ্যাপ এর বিভিন্ন বিজ্ঞপ্তি

এরপরের ধাপে আপনাকে দারাজের চলমান বিভিন্ন অফার গুলোকে পপ আপ আকারে শো করবে। দেখতে অনেকটা ফোনের মধ্যে আসা ব্রাউজারে বিজ্ঞাপন গুলোর মত লাগবে। এই অফার গুলো কে আপনি আপনার সুবিধামতো সুযোগ বুঝে কাজে লাগাতে পারবেন।

বিকাশ অ্যাপ দিয়ে ডোনেশন করা

মোর সার্ভিস এ গেলে আপনি বিভিন্ন ধরনের এক্সট্রা ফেসিলিটি যেমন টিকিট কাটা ,ডোনেশন করা, গ্রামীণফোন ফ্লেক্সি প্ল্যান ,ট্যাক্স দেওয়া এবং এমনকি গেমও খেলতে পারবেন।

বিকাশ অ্যাপ থেকে অন্যান্য কিছু সার্ভিস

স্ক্রল করলে আপনি মেনুতে আরো দেখতে পারবেন বিভিন্ন রকমের সার্ভিসেস। এখানে দারাজ ,দশ মিনিট স্কুল সহ আরো বিভিন্ন ধরনের ওয়েবসাইটের লিংক দেওয়া আছে সেগুলোতে ক্লিক করলে আপনাকে ওই সমস্ত সার্ভিসের ওয়েবসাইটে নিয়ে যাবে।

বিকাশ অ্যাপ এর স্ক্যানারের ব্যবহার

মাঝে মাঝে পর্যায়ে থাকা ক্যামেরা আইকনটিতে টাইপ করলে আপনাকে কিভাবে কোড স্ক্যানার এ নিয়ে যাবে। এখান থেকে আপনি চাইলে অন্য কোন বিকাশ নাম্বারকে স্ক্যান করে নিতে পারবেন নাম্বার তোলার কোন রকমের ঝামেলা ছাড়াই। এছাড়া মার্চেন্ট পে কিংবা পেমেন্ট করতে এ স্ক্যানার ব্যবহার করতে পারেন।

বিকাশ অ্যাপ ব্যবহার করে পয়েন্ট অর্জন এবং এর ব্যবহার

উপরের দিকে ট্রফি এর মত দেখতে একটি চিহ্ন রয়েছে এখান থেকে আপনি ব্যবহার করা পয়েন্ট থেকে বিভিন্ন ধরনের অফার কে উপভোগ করতে পারবেন । বিভিন্ন শর্তসাপেক্ষে আপনি ক্যাশব্যাক পেয়ে যাবেন। এটি কিভাবে ব্যবহার করবেন এ নিয়ে আমরা আরো একটি আর্টিকেল পোস্ট করব তাই আমাদেরকে আরো ভিজিট করুন।

বিকাশ মেনু বাটন সকল সার্ভিসকে একসাথে দেখা

বিকাশ অ্যাপের ডানদিকে উপরের দিকে আপনারা মেনু বাটন পাবেন যা দেখতে বিকাশ লোগোটির মতো। এখানে ট্যাপ করে আপনারা বিভিন্ন রকমের সেটিংস এর অপশন পেয়ে যাবেন। এখানে আপনারা সহজেই এক ক্লিকের মাধ্যমে আপনার লেনদেনের সকল তথ্য স্টেটমেন্টে দেখতে পারবেন। এছাড়া আপনার লিমিট কি রকম আছে একাউন্টের সেটিও দেখা যাবে।

বিকাশ অ্যাপ থেকে নমিনি নির্বাচন করা

মেনু অপশনে আপনি পাবেন নমিনি অপশন থেকে নমিনি আপডেট এর সুবিধা। এছাড়া কুপন কোড এর অপশন। আপনি এখান থেকে আপনার ছবি এবং আপনার নাম আপডেট করে নিতে পারবেন। এছাড়াও আপনি এখান থেকে বিকাশ অ্যাপ রেফার করতে পারবেন।

অটো পে সিস্টেম

বিকাশ অ্যাপ থেকে আপনি বিভিন্ন ধরনের বিল অটো পেয়ে করার অপশন অন করে রাখার সুযোগ পাবেন। এর মাধ্যমে আপনাকে প্রতি মাসে বারবার বিল ম্যানুয়াল ভাবে দিতে হবে না আপনার একাউন্টে টাকা গুলো অটোমেটিক ভাবে ওই সকল সেভ করে রাখা তথ্য অনুযায়ী বিল পরিশোধ হয়ে যাবে।

বিকাশ অ্যাপ ব্যবহার করার পদ্ধতি

বিকাশ ডিসকভার অপশন থেকে আপনারা বিকাশ অ্যাপের বিভিন্ন সার্ভিস কিভাবে ব্যবহার করবেন তা ভিডিও সহকারে এখানে দেখা যায়। তাই যে কোন কিছু করার আগে আপনি যদি দেখে নিতে চান কিভাবে কি করবেন তাহলে ডিসকভার অপশন থেকে দেখে নিতে পারেন।

বিকাশ ম্যাপের ব্যবহার

বিকাশ ম্যাপের মধ্যে ঢুকে আপনার মোবাইল ফোনের সেটিংস অপশন থেকে লোকেশন সার্ভিস অন করে দেবেন। তাহলে আপনি কোন জায়গাতে আছেন এবং এই জায়গার মধ্যে কোন কোন জায়গায় আপনার বিকাশ এজেন্ট এর দোকান রয়েছে সেগুলোর তালিকা দেখতে পারবেন। এটি নতুন কোন জায়গায় গিয়ে খুবই কার্যকর। আপনি চেনেন না আশেপাশে কোথায় বিকাশের টাকা ক্যাশ আউট করতে পারবেন এমন জায়গা থেকে বিকাশ ম্যাপে দেখে দোকানের নাম সহ লোকেশন পেয়ে যাবেন।

 

বিকাশ এ যোগাযোগ

লাইভ অপশন থেকে বিকাশ অ্যাপ দিয়ে আপনি সরাসরি ইমেইলের মাধ্যমে কিংবা লাইভ চ্যাট সুবিধার মাধ্যমে বিকাশ অফিসে কথা বলতে পারবেন। অ্যাকাউন্ট সংক্রান্ত বা লেনদেন সংক্রান্ত যেকোনো রকমের তথ্য জানার জন্য বা কোন সমস্যায় পড়লে আপনি এখান থেকে কাস্টমার সার্ভিসে কথা বলতে পারবেন।

সর্বোপরি

বিকাশ অ্যাপসের কিছু সুবিধা নিয়ে আজকের পোস্টে আলোচনা করা হয়েছে। আমরা পরবর্তীতে আরো কিছু পোস্ট করব যেগুলোতে আপনি অতিরিক্ত কিছু সুবিধা পাবেন বিকাশ অ্যাপ থেকে। তাই আমাদের সাথে থাকুন এইমাত্র আমাদেরকে ভিজিট করবেন পরবর্তী পোস্টগুলি দেখতে।
এছাড়া নতুন বিকাশ একাউন্ট সরাসরি অ্যাপ থেকে করলে বিকাশ অ্যাপ এ বর্তমান সময় অনুযায়ী আপনাকে ২৫ টাকা বোনাস দেবে। তবে এটি কতদিন থাকবে তার নিশ্চিত করে বলা যাচ্ছে না এজন্য এখনই অ্যাকাউন্ট করতে পারেন বোনাস পাওয়ার জন্য।

Hello! I’m Razwan, a dedicated Content Writer 2 years of hands-on experience.

Leave a Comment