মোবাইলের ব্যাক কভার ব্যবহার করার আগে সাবধান হন

মোবাইলের ব্যাক কভার ব্যবহার করার আগে সাবধান হন
মোবাইলের ব্যাক কভার ব্যবহার করার আগে সাবধান হন

 

মোবাইলের ব্যাক কভার, নিঃসন্দেহে অতীব জরুরি একটি জিনিস। আমরা প্রায় সবাই মোবাইলের ব্যাক কভার ব্যবহার করতে পছন্দ করি। এর বেশকিছু সুবিধা রয়েছে। একইভাবে এই কিছু অসুবিধাও আছে। তাই এর সুবিধা ও অসুবিধা গুলো জানা প্রয়োজন। আজকের এই আর্টিকেল এ সেই সম্পর্কে বিস্তারিত বলা হবে। তাই সম্পূর্ণ লেখাটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়বেন। 

 

মোবাইলের ব্যাক কভার ব্যবহার করার কিছু ভালো দিক

 

আপনার পছন্দের স্মার্টফোনকে বাহ্যিক সকল ধরনের আঘাত থেকে রক্ষার জন্য ব্যাক কভার ব্যবহার করতে হবে। শক্ত যে ব্যাক কভার গুলো আছে সেগুলো উচু থেকে ফোন পড়ে গেলেও খুব ভালো সুরক্ষা দিতে পারে। 

 

ফোনের আউটলুক বৃদ্ধি করতে ও আরো আকর্ষণীয় করে তুলতে মোবাইলের ব্যাক কভার এর জুড়ি মেলা ভার। অনেকেই একত্রে স্টিকার লাগিয়ে চালান। কিন্তু স্টিকার এর চাইতে ফোনের ব্যাক কভার আরো বেশি উপকারী। ফোনকে ভালো গ্রিপও ব্যাক কভার দিতে পারে। 

 

একটি নতুন মোবাইলকে নতুনের মত যদি সর্বদা রাখতে চান তাহলে ব্যাক কভার অবশ্যই প্রয়োজনীয়। নতুন ফোন ব্যাক কভার ব্যবহার না করলে এর রঙ অনেক বেশি ক্ষতিগ্রস্থ হয়। আর এক্ষেত্রে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্থ হয় যেই মোবাইলে প্লাস্টিক ব্যাক প্যানেল ব্যবহার করা হয়। এছাড়া চারদিকের কোনায় অনেক স্ক্র্যাচ দেখা যায়। তাই শখের  মোবাইলকে নতুনের মত দেখতে চাইলে ব্যাক কভার ব্যবহার করুন। 

বড়দের হরলিক্স এর দাম কত

হাঁসের ডিমে কি এলার্জি আছে

কালোজিরা চিবিয়ে খাওয়ার উপকারিতা

 

মোবাইলের ব্যাক কভার ব্যবহার করার মাধ্যমে ধুলা বালি ও বিভিন্ন ময়লা থেকে আপনার ফোনকে আপনি সুরক্ষিত রাখতে পারেন। কিছু কিছু ব্যাক কভার এ চার্জিং পোর্টে এক্সট্রা প্রটেকশন থাকে ফলে এসব জায়গায় কোনো ধুলাবালি ঢুকতে পারে না। 

 

মোবাইলের ব্যাক কভার ব্যবহার করার আগে যা জানা দরকার

 

মোবাইলের ব্যাক কভার অনেক সময় আপনার ফোনের আয়ু কমিয়ে দিতে পারে। আমরা জানি মোবাইল ফোন একটু প্রেসার দিয়ে ব্যবহার করলে এর মধ্যে হিট জেনারেট হয়। আর এই হিট ভারী ব্যাক কভার এর কারণে বাইরে যেতে বাধা প্রাপ্ত হয়। এতে করে মোবাইলের প্রসেসর ও ব্যাটারি উভয়ের আয়ু দ্রুত কমে আসে। 

 

কিছু কিছু ব্যাক কভার এত বেশি ভারী হয় যে এলগুলোর মধ্যে বাতাস চলাচল করতে পারে না। এজন্য অনেক সময় নেটওয়ার্কও ঠিকমত পায় না। 

 

মোবাইলের ব্যাক কভার ব্যবহার করার ফলে মোবাইল ফোন সাধারণত একটু বেশি ভারী হয়। এতে করে ওজন বাড়ে এবং বড় সাইজের মোবাইলকে বহন করা কষ্টকর হয়ে পড়ে। যারা সখ করে হালকা পাতলা দেখে স্লিম মোবাইল গুলো কেনে তারা ব্যাক কভার ব্যবহার করে স্লিম ফোনের মজা নিতে পারে না। 

 

সাদা মোবাইলের ব্যাক কভার হলুদ হওয়ার কারণ কি

 

সাদা মোবাইলের ব্যাক কভার হলুদ হওয়ার আসল কারণ হলো মূলত সূর্যের আল্ট্রা ভায়োলেট রশ্মি। স্বচ্ছ এই ব্যাক কভার গুলোতে সূর্যের আলো পড়লে এখানে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে হলুদ বর্ণ ধারণ করে। আর এই হলুদ বর্ণ আপনি যতই ঘষাঘষি করেন না কেনো এটি যাবে না। পুনরায় নতুন একটি কিনতে হবে। তাই সাদা ব্যাক কভার ব্যবহার না করাই ভালো। 

 

মোবাইলের ব্যাক কভার পরিষ্কার করার উপায়

 

মোবাইলের ব্যাক কভার পরিষ্কার করার জন্য বেশ কিছু ভালো পদ্ধতি আছে। প্রথমে এক লিটার পরিমাণ পানিতে ডিটারজেন্ট পাউডার মিশিয়ে নিবেন। ভালোভাবে ফেনা তৈরি করুন। এরপর এখানে আপনার ব্যাক কভারটি ১৫ থেকে ২০ মিনিট ভিজিয়ে রাখুন। এরপর তুলে নিয়ে পরিষ্কার একটি ব্রাশ দিয়ে সাবান অথবা পাউডার দিয়ে ঘষুন ৩-৪ মিনিট। দেখবেন ব্যাক কভার চকচকে হয়েছে। একই সঙ্গে এটি জীবাণু মুক্ত হয়েছে। 

 

সাদা রঙ এর ব্যাক কভার গুলো অনেকেই টুথব্রাশ আর লবণ দিয়ে পরিষ্কার করতে পারেন। এতে কভার চকচকে পরিষ্কার হবে কিন্তু কখনোই নতুনের মত হবে না। 

মোবাইলের ব্যাক কভার ব্যবহার করার আগে সাবধান হন

মোবাইল কভার দাম 

 

বিভিন্ন ধরনের ব্যাক কভার পাওয়া যায় বিভিন্ন ক্যাটাগরির। ভারী এবং মোটা প্লাস্টিক কিংবা রাবারের ব্যাক কভার গুলোর দাম বেশি। এইগুলো মোবাইল এর ব্র্যান্ড ভেদে ৪০০ টাকা থেকে ১৫০০ টাকা পর্যন্ত হতে পারে। আবার কিছু কমদামী আছে যেগুলোর দাম ১৫০ থেকে ৩০০ টাকার মধ্যে। এইগুলোর কোয়ালিটি একটু নিম্নমানের কিন্তু চালিয়ে নেয়ার উপযোগী। আবার একেবারেই সস্তা কিছু আছে যেগুলো সাদা স্বচ্ছ এগুলোর দাম মাত্র ৪০ টাকা টাকা থেকে ১৫০ টাকা। 

 

যেভাবে মোবাইলের ব্যাক কভার ব্যবহার করলে সম্ভাব্য ক্ষতি থেকে বাঁচতে পারেন

 

উপরের লেখাগুলো পড়ে এতক্ষণে হয়তো বুঝে গিয়েছেন যে মোবাইলের ব্যাক কভার ফোন এর জন্য কিভাবে ক্ষতিকর হয়ে উঠতে পারে। তাই এবার এমন কিছু কৌশল বলবো যেগুলো মেনে চললে ব্যাক কভার তেমন অসুবিধা ছাড়াই ব্যবহার করা যাবে। 

 

প্রথমত, আপনি যতই গেইম খেলেন অথবা খুব ভারী কোনো কাজ তখন ব্যাক কভার খুলে রেখে কাজ করতে থাকুন। এতে করে মোবাইলটা গরম হয়ে গেলে এর হিট বের হতে বাধাপ্রাপ্ত হবে না। চার্জে বসানোর আগে ব্যাক কভার খুলে ফেলুন ওই একই কারণে। এছাড়া যেকোনো সময় মোবাইল গরম হয়ে গেলে এর ব্যাক কভার খুলে ফেলুন এবং ফোনটিকে ঠান্ডা হওয়ার জন্য সামান্য কিছু সময় বিরতি দিন। 

 

দ্বিতীয়ত, ব্যাক কভার মাঝে মাঝে খুলে মোবাইল ফোনকে একটু পরিষ্কার করবেন। এতে ভিতরে জমা ধুলা ময়লা দূর হবে। নাহলে এইগুলো মোবাইল এর ব্যাক প্যানেলে কালার নষ্ট করে দিতে পারে। 

 

তৃতীয়ত, যদি সম্ভব হয় হালকা কাপড়ের অথবা রাবারের কিছু ব্যাক কভার পাওয়া যায় সেইসব ব্যবহার করতে পারেন। এই কভারগুলো থেকে হিট বাইরে সহজেই বের হতে পারে। যদিও এগুলো ভারী কোনো আঘাত থেকে খুব একটা নিরাপত্তা দিতে সক্ষম নয়। টুকটাক স্ক্র্যাচ ও দাগ থেকে নিশ্চই ফোনকে সুরক্ষা প্রদান করবে। 

 

মোবাইলের ব্যাক প্যানেলে স্টিকার লাগানো 

 

মোবাইল ফোনে অনেকেই ব্যাক কভার এর পরিবর্তে স্টিকার লাগিয়ে ব্যবহার করেন। এটিও করতে পারেন কিন্তু এর ফলে শুধু দাগ আর স্ক্র্যাচ থেকে ফোন বাঁচবে কিন্তু কখনো হাত থেকে পড়ে গেলে ফোনের ভয়াবহ ক্ষতি হবে। এতে আপনার আর্থিক ক্ষতি বেশি হবে। স্টিকার লাগালে চেষ্টা করবেন মোবাইল এর বডি ফ্রেম কেও কাভার করে এমন কোনো স্টিকার লাগাতে। নাহলে ব্যাক প্যানেলে দাগ না পড়লেও ফ্রেম টি দ্রুত নষ্ট হবে। কর্নারে অনেক দাগ জমে যাবে। একইসাথে রঙ উঠে যাবে। 

 

মোবাইলের ব্যাক কভার নিয়ে কিছু কমন প্রশ্ন

 

১। মোবাইলের ব্যাক কভার ব্যবহার করা কি জরুরি?

উত্তর: যদি স্ক্র্যাচ থেকে ও দাগ থেকে ফোনকে বাঁচাতে চান এবং হাত থেকে পড়ে গেলেও যেনো ক্ষতি কম হয় এরকম চান তাহলে ব্যাক কভার ব্যবহার করা অবশ্যই জরুরি। 

 

২। মোবাইলের ব্যাক কভার কোনটি ভালো?

উত্তর: চামড়া বা কাপড়ের বানানো ব্যাক কভার গুলো অনেক ভালো। রাবারের গুলো মোটামুটি ভালো। এইগুলো থেকে হিট বাইরে বের হতে পারে। 

 

৩। মোবাইলের ব্যাক কভার কত প্রকার?

উত্তর: মোবাইলের ব্যাক কভার গুলো সাধারণত দুই প্রকার হয়ে থাকে। একটি হলো হার্ড কেস আরেকটি হলো সফটকেইস। সফটকেস গুলো অনেকে নরম ও তুলতুলে অন্যদিকে হার্ডকেস গুলো শক্তভাবে বানানো হয়। 

Hello! I’m Razwan, a dedicated Content Writer 2 years of hands-on experience.

Leave a Comment