কি অবস্থা সকলের ?আশা করি সকলেই অনেক ভাল আছেন। আজকে এমন একটি বিষয় নিয়ে পোস্ট করব যে বিষয়টি সম্পর্কে অনেকেই জানেন না। এটা হল বিকাশ রিওয়ার্ড পয়েন্ট এর ব্যবহার।
আপনি যদি বিকাশ অ্যাপ ব্যবহার করে থাকেন তাহলে আপনাকে বিভিন্ন সার্ভিস ব্যবহারের বিনিময়ে তারা কিছু পয়েন্ট পুরস্কার হিসেবে আপনাকে দিয়ে দেয়। আমরা অনেকেই কেউ কখনো সেই পয়েন্ট সেকশনে যাই না এবং পয়েন্ট ব্যবহার করি না।
আপনি এই পয়েন্ট গুলো ব্যবহার করে বিভিন্ন সার্ভিস ব্যবহার করার মাধ্যমে ক্যাশব্যাক পেতে পারেন। ক্যাশব্যাক কত টাকা পাবেন তার নির্ভর করবে আপনি কত পয়েন্ট অর্জন করেছেন তার ওপর।
বিকাশ রিওয়ার্ড পয়েন্ট কিভাবে দেখব
প্রথমে বিকাশ অ্যাপ এ ঢুকুন তারপর আপনার হাতের ডান দিকে উপরের অংশে ট্রফি চিহ্ন দেখতে পারবেন। এই ট্রফি চিহ্নতে ক্লিক করলে আপনার পয়েন্ট কত আছে তা আপনি দেখতে পারবেন।
পয়েন্ট গুলোকে কিভাবে ব্যবহার করবেন তার ভিডিও সেখানে দেখা যাবে। বিকাশ অ্যাপের অবশ্যই এটি চমৎকার একটি সুবিধা আপনি যখন কোন কিছু ব্যবহার করতে যাবেন সেটি কিভাবে ব্যবহার করবেন তার ভিডিও তারা দিয়ে রাখে।
ট্রফি সেকশনে গিয়ে আপনি বিকাশ রিওয়ার্ড ভিউ অল এ ক্লিক করবেন। এখানে আপনার পয়েন্ট ব্যবহারের পরিমাণ এর ওপর আপনি বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ হয়ে যাবেন। যেমন ধরুন আপনার পয়েন্ট যদি খুব বেশি হয় তাহলে আপনি gold ডায়মন্ড কিংবা প্লাটিনাম এই ধরনের ক্যাটাগরিতে চলে যাবেন তখন আপনার ক্যাশব্যাক এর পরিমাণ আরো বেশি হবে।
আরো আর্টিকেল
vivo y27 price in bangladesh | vivo y27 review 2023
রেডমি ১০ দাম কত | redmi 10 2022 6/128 price in bangladesh
বিকাশ রিওয়ার্ড পয়েন্ট ব্যবহার করে কি পরিমান ক্যাশ ব্যাক পাবো
পয়েন্ট কম থাকলে আপনি ব্রোঞ্জ সিলভার এই ধরনের ক্যাটাগরিতে থাকবেন। ব্রোঞ্জ ক্যাটাগরিতে আপনি ১৫০০ পয়েন্ট ব্যবহার করার বিনিময়ে তিন ধরনের ক্যাশব্যাক পেতে পারেন। এভাবে প্রতিটি সেকশনে তিন ধরনের ক্যাশব্যাক রয়েছে। ব্রোঞ্জ সেকশনে ১৫০০ পয়েন্ট ক্লেম করার পর আপনি যদি ৫০ টাকা বা তার বেশি যেকোনো অ্যামাউন্ট রিচার্জ করেন তাহলে আপনাকে তারা ক্যাশব্যাক দিবে ১০ টাকা।
একই ভাবে দুই নাম্বার অপশনে ১৫০০ পয়েন্ট ব্যবহার করার পর এই অপশন থেকে যদি আপনি ২০০ টাকা বা তার বেশি যে কোন পরিমাণ বিল পে করেন তাহলে আপনাকে দশ টাকা ক্যাশব্যাক দিবে। তিন নাম্বার অপশনে ১৫০০ পয়েন্ট ব্যবহার করে ক্লেইম করলে ২০০ টাকা কিংবা তার বেশি পরিমাণ যেকোনো অ্যামাউন্ট যদি আপনি পেমেন্ট করেন তাহলে ১৫ টাকা ক্যাশব্যাক দিবে।
সিলভার ক্যাটাগরিতে একইভাবে ২৫০০ পয়েন্ট ব্যবহার করার মাধ্যমে আপনি ২০ টাকা থেকে ২৫ টাকা এবং ৩০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন। এরপরে টাইটেনিয়াম ক্যাটাগরিতে ৩৫০০ পয়েন্ট ব্যবহার করার মাধ্যমে ৩০ টাকা ৪০ টাকা এবং ৪৫ টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে একইভাবে নির্দিষ্ট পরিমাণ রিচার্জ পেবিল কিংবা পেমেন্ট করার মাধ্যমে।
গোল্ড এর ক্ষেত্রে ৫০,৬০ এবং ৭০ টাকা ৫০০০ পয়েন্ট এর বিনিময়ে। এভাবে প্লাটিনাম এবং ডায়মন্ডের ক্ষেত্রে আপনি আরো বেশি বেশি ক্যাশব্যাক পাবেন। তাই আপনার যদি বিকাশ অ্যাপ এর রিওয়ার্ড পয়েন্ট এভাবে থেকে থাকে আপনি সেগুলো উপরোক্ত পদ্ধতিতে ব্যবহার করার মাধ্যমে ক্যাশব্যাক পাবেন। এই ক্যাশব্যাকটি তারা দিতে কোন সময় নেয় না রিচার্জ কিংবা পেবিল অথবা পেমেন্ট করার সাথে সাথেই ক্যাশব্যাকটি দিয়ে দেওয়া হয়। বিকাশ অ্যাপের রিওয়ার্ড পয়েন্টের ব্যবহার
পরিশেষে যা বলা যায়
বিকাশ অ্যাপ থেকে এই সার্ভিসটি অনেকেই ব্যবহার করেন না। ফলে অব্যবহৃত থেকে পয়েন্টগুলোর মেয়াদ শেষ হয়ে যায়। ফ্রিতে যেখানে কিছু টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে সেটি আপনি কেন ছেড়ে দিবেন। তাই বেশি বেশি বিকাশের অ্যাপ ব্যবহার করলে আপনাকে পয়েন্টও বেশি বেশি দেওয়া হবে। আর এই পয়েন্ট ব্যবহার করার মাধ্যমে ওই পয়েন্টের মেয়াদ থাকাকালীন সময়ে অবশ্যই ব্যবহার করে নিতে হবে তাহলেই ক্যাশব্যাক পাওয়া যাবে।
আপনাদের সাধারণ কিছু জিজ্ঞাসা
১। বিকাশ অ্যাপ রিওয়ার্ড পয়েন্ট এর ব্যবহার কি সকলেই করতে পারবে?
উত্তর : না, সকলেই করতে পারবে না। যারা বিকাশ এ লেনদেনের ক্ষেত্রে শুধু অ্যাপ ব্যবহার করেন তারাই পাবেন।
২। বিকাশ রিওয়ার্ড পয়েন্ট কিভাবে আর্ন করব?
উত্তর : এটি আয় করার নির্দিষ্ট কোন ধরণ নেই। আপনি বিকাশের ব্যবহার করতে গিয়ে বিভিন্ন ধরনের লেনদেন যেমন সেন্ড মানি, মোবাইল রিচার্জ ইত্যাদি করলে তারা একেক সময় একেক রকমের নির্দিষ্ট কিছু পয়েন্ট দিয়ে থাকে।
৩। বিকাশ অ্যাপ রিওয়ার্ড পয়েন্ট এর মেয়াদ কতদিন থাকে?
উত্তর : পয়েন্ট পাবার সাথে সাথেই অ্যাপ থেকে এটা দেখা যাবে। সাধারণত এক মাসে যত পয়েন্ট আর্ন করা হয় তা পরবর্তী এক বছর পর্যন্ত ভ্যালিড থাকে।
৪। বিকাশ অ্যাপ রিওয়ার্ড পয়েন্ট এর ক্যাশব্যাক দিতে কত সময় লাগে?
উত্তর : পয়েন্ট ক্লেম করার পর সেখানকার শর্তের কাজটি করার পর পরই ইনস্ট্যান্ট ক্যাশব্যাক দিয়ে দিবে।
৫। Bkash অ্যাপ রিওয়ার্ড পয়েন্ট কি খুব লাভজনক?
উত্তর : বিকাশ অ্যাপ ব্যবহার করার কারণে তারা যদি আপনাকে কোন সুবিধা দেয় এটি আপনি ফ্রিতে কেন নিবেন না। খুব বেশি লাভজনক না হলেও টুকটাক মোবাইল
রিচার্জ করার মত টাকা ক্যাশব্যাক পাওয়া যায়।
Next time I read a blog, Hopefully it does not fail me just as much as this one. I mean, I know it was my choice to read, nonetheless I genuinely thought youd have something useful to talk about. All I hear is a bunch of crying about something you could possibly fix if you werent too busy searching for attention.