কসকো সাবান কোন কোম্পানির

কসকো সাবান কোন কোম্পানির
কসকো সাবান কোন কোম্পানির

 

কি অবস্থা সকলের? আশা করি সকলেই অনেক ভাল আছেন। আজকে আর্টিকেলটি একটি ভিন্ন ধরনের টপিক নিয়ে। আশি এবং ৯০ এর দশকে বাংলাদেশে একটি সাবান কোম্পানির নাম খুব শোনা যেত। এবং সেটি ছিল কসকো সাবান। লোকমুখে এই সাবান টি র নাম অনেক বেশি পরিমাণে উচ্চারিত হতো সেই সময়গুলোতে।

 

তো আজকে আলোচনা করা হবে কসকো সাবান কোন কোম্পানির সেই বিষয়টি নিয়ে। অনেকের নস্টালজিক হয়ে যাওয়ার সেই সাবানের গল্প আলোচনা করা হবে আজকের পোস্টে। তাই মনোযোগ দিয়ে সম্পূর্ণ পোস্টটি পড়ুন সেই সময়ের বিখ্যাত কসকো সাবান কোম্পানি নিয়ে।

 

কসকো সাবান কোন কোম্পানির

 

কসকো সাবান কমান্ডার কোম্পানি লিমিটেড এর একটি পণ্য৷ COSCO শব্দটি থেকে প্রথম CO তে কমান্ডার, S তে শোপ এবং C তে কোম্পানি L তে লিমিটেড। কসকো সোপ কোম্পানি লিমিটেড তৎকালীন সময় ছিল একটি সাবান এবং ডিটারজেন্ট প্রস্তুতকারী প্রতিষ্ঠান।

 

কসকো সাবান কোম্পানি কোথায়

 

কসকো সাবানের কোম্পানিটি দেশভাগের পর 1948 সালে প্রতিষ্ঠিত হয় তৎকালীন পূর্ব পাকিস্তানের মধ্যে। কোম্পানিটি প্রতিষ্ঠিত হয় তৎকালীন বিজনেস এলাকা তেজগাঁওয়ে, ঢাকায়। কসকো সাবান কোম্পানি লিমিটেডের প্রথম ম্যানেজিং ডিরেক্টর ছিলেন তৎকালীন সময়ের বিখ্যাত শিল্পপতি ফজলুর রহমান খান। তারপর পরবর্তী সময়ে শিল্পপতি ফজলুর রহমান খানের ছেলে মোহাম্মদ জাকারিয়া খান কোম্পানির দায়িত্ব নেন।

 

কসকো সাবান কখন থেকে জনপ্রিয় হতে শুরু করে

 

১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর এই সাবানটি খুব বেশি জনপ্রিয় হতে শুরু করে। এটি ছিল বাংলাদেশের প্রথম গ্লিসারিন সমৃদ্ধ সাবান। এর পূর্বে গ্লিসারিন হয়েছে এমন কোন সাবান বাংলাদেশে পাওয়া যেত না। এরপর আশির দশকের দিকে টিভিতে যখন বিজ্ঞাপন প্রচার করা হয় তখন এই সাবানটি গ্রামগঞ্জের অলিতে গলিতে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে এবং মানুষের মুখে মুখে শোনা যেত।

 

অনেক সময় এই সাবানকে নিয়ে কবিতা পর্যন্ত আবৃতি করা হতো। যেকোনো ধরনের অনুষ্ঠান যেমন জন্মদিন ,আকিকা, বিয়ে, গায়ে হলুদ ইত্যাদিতে এই সাবানটি মানুষ তাদের এই অনুষ্ঠানগুলোতে ব্যবহার করত। আগেরকার সেই সময়ের মানুষেরা খুব বেশি সাবানের ব্যবহার করার জন্য আগ্রহী ছিল না। বিশেষ করে গরিব এবং নিম্ন মধ্যবিত্তরা কখনোই কসকো বা এই জাতীয় সাবানকে তারা ব্যবহার করার কথা চিন্তাও করতে পারত না।

 

কসকো সাবানের বিশেষত্ব কি

 

কসকো সাবানটির সাথে গ্লিসারিন কথাটি ওতপ্রোতভাবে জড়িত। টিভিতে বিজ্ঞাপনের সময় বলা হত কসকো গ্লিসারিন সাবান। কমান্ডার কোম্পানি লিমিটেডের এই কসকো সাবান টির বিশেষত্ব ছিল এতে থাকতো গ্লিসারিন। গ্লিসারিনকে আমরা ত্বকের জন্য খুবই উপকারী হিসেবে চিনি। গ্লিসারিন ব্যবহার করার ফলে মানুষের গায়ের ত্বকে খসখসে ভাব আসতো না। ফলে এই সাবানটি খুব দ্রুত জনপ্রিয়তা লাভ করে এবং এর বিশেষত্ব গ্লিসারিন থাকায় এটি একটি ব্র্যান্ডে পরিণত হয়।

 

কসকো সাবান সম্পর্কে মানুষেরা কি মনে করত

 

কুসকো সাবান সাধারণ মানুষের কাছে বেশি জনপ্রিয় থাকার অন্যতম একটি কারণ হলো এটি নাকি সহজে ক্ষয় হয়ে যায় না। বর্তমান সময়ে যারা মুরুব্বী আছেন তারা এই সাবান কে খুব বেশি এই কারণে পছন্দ করত কারণ এটি অন্যান্য সাবানের মত খুব তাড়াতাড়ি ক্ষয় হয়ে শেষ হয়ে যেত না। ৮০-৯০ দশকে মানুষের কাছে টাকা পয়সা খুব বেশি ছিল না। মানুষের মাঝে অভাব বেশি ছিল। তাই তারা এই পণ্যকে পছন্দ করত কারণ এটি অনেক দিন ব্যবহার করা যেত। এখানেই কসকো সাবান জিতে যায়।

 

কসকো সাবান কি সবাই ব্যবহার করতে পারে

 

কসকো সাবানে রয়েছে গ্লিসারিন। একটি ছোট বড় সকল বয়সী মানুষের ত্বকের জন্য উপকারী। জীবাণু দূর করার পাশাপাশি এই সাবানটি তে সুগন্ধি রয়েছে। অতএব সকল বয়সী সকল মানুষ নারী পুরুষ সবাই ব্যবহার করতে পারবে কসকো গ্লিসারিন সাবান।

 

কসকো সাবান কি এখনো বাজারে পাওয়া যায়

 

কসকো গ্লিসারিন সাবান বাজারে এখনো পাওয়া যায় তবে এগুলো সবখানে অ্যাভেলেবেল না। আপনাকে ভাল রকমের কষ্ট করতে হবে যদি আপনি একটি প্রত্যন্ত অঞ্চলে বাস করে থাকেন। শহরাঞ্চলে যারা বসবাস করেন তারা বিভিন্ন সুপার শপে পেয়ে যাবেন কসকো গ্লিসারিন সাবান।

 

কসকো গ্লিসারিন সাবান কত টাকায় পাওয়া যায়

 

কমান্ডার সোপ কোম্পানি লিমিটেড এর কসকো সাবানটি বাজারে এখনো পাওয়া যায়। ১০০ গ্রাম সাবানের দাম 65 টাকা প্রায়। ৮০ গ্রাম সাবান এর দাম 55 টাকা। কসকো সাবানের আরও একটি ছোট্ট প্যাকেটে রয়েছে ৩০ গ্রামের এবং এর দাম মাত্র ১৫ টাকা।

 

কসকো সাবান এখন কেন জনপ্রিয় নয়

 

কসকো সাবান এখন খুব বেশি জনপ্রিয় না হওয়ার মূল কারণটি হিসেবে অনেকে মনে করেন যে তাদের মার্কেটিং পলিসির কারণে। বর্তমান সময়ের দাদু নানু এই রকমের যে ব্যক্তিরা আছেন তারা কসকো সাবানের ফ্যান। কিন্তু নতুন জেনারেশনের কাছে এই সাবানটি মোটেই পরিচিত নয় অন্যান্য অনেক সাবান কোম্পানির চাইতে। অন্যান্য কোম্পানিগুলো যখন মার্কেটে আসে তখন তারা বড় বড় তারকা তাদের কে ব্যবহার করে বিজ্ঞাপন তৈরি করে সেটিকে প্রচার করত বেশি বেশি করে।

আরো পোস্ট পড়ুন

বিকাশ অ্যাপের রিওয়ার্ড পয়েন্টের ব্যবহার

nothing phone 2 | specs coming in bd

redmi 12 price in bangladesh | unofficial price and review 2023

রেডমি নতুন ফোন | redmi 12c

 

এছাড়া রাস্তাঘাটে বিভিন্ন ধরনের বড় বড় ব্যানারের মাধ্যমে তারা তাদের সাবানের বিজ্ঞাপন দিয়ে থাকে। সাবানের বিজ্ঞাপন দেওয়ার সময় তারা সুন্দরী সুন্দরী মডেল কে ব্যবহার করে যাতে মানুষ বেশি বেশি আকর্ষিত হয়। কসকো সাবান কোম্পানি ঐ সকল কোম্পানি থেকে পিছিয়ে পড়ে তারা বড় বড় স্টারকে ব্যবহার করে বিজ্ঞাপন করে নি । এছাড়া সাবানটির দামও অন্যান্য সাবানের তুলনায় বেশি। বাংলাদেশের মতো একটি তৃতীয় বিশ্বের দেশের মধ্যে কম দামে যে কোন কিছুই বেশি জনপ্রিয় হয়ে থাকে।

কসকো সাবান কোন কোম্পানির
কসকো সাবান কোন কোম্পানির

নিম্ন আয়ের মানুষেরা সব সময় কম দামি জিনিস কিনে অভ্যস্ত। তাই তারা বাজারে গেলে কসকো সাবানের দাম বেশি হওয়াতে এছাড়া এটার এভেলেবিলিটি খুব বেশি বেশি না থাকায় অন্যান্য ব্র্যান্ডের দিকে ঝুকে পড়ে। এতে করেই কসকো গ্লিসারিন সাবান তাদের মার্কেট হারিয়ে ফেলে।

 

কসকো সাবান ব্যবহারে যারা সতর্ক থাকবে

 

কসকো গ্লিসারিন সাবান সকলেই ব্যবহার করতে পারবে তবে যাদের ত্বকে এলার্জির সমস্যা রয়েছে তারা একটু সতর্ক থাকবেন না হলে অ্যালার্জি বৃদ্ধি পেতে পারে। কসকো গ্লিসারিন সাবানের গুনগত মান অনেক ভালো এই জন্য এই সাবানটি তৎকালীন সময় থেকে শুরু করে এখনো মানুষের কাছে জনপ্রিয় এবং মানুষের কাছে আগ্রহ রয়েছে।

 

কসকো সাবান কোম্পানি নিয়ে সর্বশেষ কথা

 

কসকো গ্লিসারিন সাবান নিয়ে মানুষের আগ্রহের কোন শেষ নেই তাইতো তারা আজও নস্টালজিক হয়ে বিভিন্ন ভাবে এই সাবান সম্পর্কে জ্ঞান আহরণের চেষ্টা করে। আজকের এই আর্টিকেলে সেই সাবান সম্পর্কে ছোট্ট পরিসরে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে। যদি আর্টিকেলটি ভালো লাগে আপনাদের কাছে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান। কসকো সাবান আপনারা কেও কখনো ব্যবহার করে থাকলে অভিজ্ঞতা জানাতে ভুলবেন না।

 

কসকো সাবান নিয়ে আপনাদের সাধারণ কিছু জিজ্ঞাসা

 

১। কসকো সাবান কোম্পানি কত সালে প্রতিষ্ঠিত হয়?

উত্তর: কসকো সাবান কোম্পানি ১৯৪৮ সালে দেশভাগের পর প্রতিষ্ঠিত হয়।

 

২। কসকো সাবান কোম্পানির বর্তমান মালিক কে?

উত্তর: কসকো সাবান কোম্পানির বর্তমান মালিক মোঃ জাকারিয়া খান।

 

৩। কসকো সাবান কোম্পানি কখন জনপ্রিয় হতে শুরু করে?

উত্তর: ৭০ থেকে ৮০ দশকে শুরুতে কসকো গ্লিসারিন সাবান জনপ্রিয় হতে শুরু করে।

 

৪। কসকো সাবান কোম্পানি কোথায় অবস্থিত?

উত্তর: ঢাকার তেজগাঁও এ অবস্থিত।

 

৫। কসকো এর পূর্ণরূপ কি?

উত্তর: COSCO এর পূর্ণরূপ Commander Soap Company Limited।

Hello! I’m Razwan, a dedicated Content Writer 2 years of hands-on experience.

1 thought on “কসকো সাবান কোন কোম্পানির”

  1. কমান্ডার সোপ কোম্পানি জামালপুর জেলার ভিতরে কোন ডিলার পয়েন্ট আছে কি থাকলে লোকেশন দিবেন এবং ফোন নাম্বার দিবেন।

    Reply

Leave a Comment