আপনার মোবাইলটি অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে কি? মোবাইল ফোন কেন গরম হয়? কিভাবে এর থেকে মুক্তি পাওয়া যাবে? আজকের আর্টিকেল এ ইত্যাদি সকল প্রশ্নের উত্তর দেওয়া হবে। তাই পোস্টটি মনোযোগ দিয়ে পড়বেন।
কি অবস্থা সকলের? আশা করি সকলেই অনেক ভাল আছেন। আপনি যেহেতু এই পোস্টে ক্লিক করেছেন তার মানে আপনি অবশ্যই মোবাইল হিটিং জনিত সমস্যায় ভুগছেন। মোবাইল ফোন অন্যান্য ইলেকট্রনিক জিনিসের মত গরম হয়। যেকোনো ধরনের ইলেকট্রনিক্স যন্ত্রপাতি যেমন ফ্যান, টিভি,কম্পিউটার প্রায় সবকিছুই গরম হতে আমরা দেখি। মোবাইল ফোনও যেহেতু একটি ইলেকট্রনিক যন্ত্র তাই এটিও এর ব্যতিক্রম না।
ফ্রি ডিসের দাম কত | ফ্রি ডিস দেখার উপায়
বিকাশ অ্যাপের রিওয়ার্ড পয়েন্টের ব্যবহার
nothing phone 2 | specs coming in bd
redmi 12 price in bangladesh | unofficial price and review 2023
মোবাইল গরম হয় কেন
মোবাইল ফোন আসলে অনেকগুলো কারণে গরম হয় শুধু একটা দুইটা কারণ নির্দিষ্ট করে বলা সম্ভব না। তবে যত কারণই থাকুক না কেন সবকিছুর মূলে রয়েছে আপনার মোবাইল ফোনের সিস্টেম অন চিপ বা এস ও সি যাকে অনেকেই আমরা প্রসেসর হিসেবে চিনি। এই প্রসেসরে রয়েছে অসংখ্য ট্রানজিস্টর। আপনি যখন মোবাইল ফোনটি অপারেট করেন তখন এই প্রসেসরের ভিতরে মূলত মোবাইল ফোনটি গরম হওয়া শুরু করে। এরপর ধীরে ধীরে এটা ডিসপ্লে,ব্যাটারি এবং সারা মোবাইলে ছড়িয়ে পড়ে। এজন্য মোবাইল যখন গরম হয় তখন আপনি খেয়াল করবেন মোবাইলের সামনের দিকের অংশ অথবা ক্যামেরার দিকের অংশটি বেশি গরম হয় । কারণ সেখানে প্রসেসরের অবস্থান।
আর প্রসেসর গরম হওয়ার পিছনে রয়েছে অতিরিক্ত কাজ করার চাপ। আপনি যখন আপনার মোবাইল ফোনটিকে খুব বেশি হেবি প্রেসার দিয়ে ব্যবহার করছেন তখন এর ব্যাটারি থেকে পাওয়ার প্রসেসরে গিয়ে প্রসেসর কে বেশি ব্যস্ত করে তুলছে। এর ফলে প্রসেসর গরম হয়। আপনি ফোন চালান আর নাই চালান আপনার মোবাইল ফোনটি কিন্তু সর্বদাই চলমান থাকে অর্থাৎ এর প্রসেসরটি কখনোই বন্ধ থাকে না। যদি না আপনি মোবাইলটি বন্ধ করে রাখেন। কিন্তু যখন আপনি মোবাইল ফোনটি হেবি ইউজ না করে নরমাল স্ট্যান্ডবাই মোডে রেখে দেন তখন প্রসেসর খুব বেশি চাপ অনুভব করে না। এজন্য সাধারণত তখন গরম হয় না। কিন্তু হেভি প্রেশার দিয়ে ইউজ করলে তখন মোবাইল খুব দ্রুত গরম হয়ে যায়।
মোবাইল দ্রুত গরম হওয়ার কয়েকটি সাধারণ কারণ
মোবাইলে ফোন খুব দ্রুত গরম হয়ে যাওয়ার একটি অন্যতম কারণ হচ্ছে নেটওয়ার্ক জনিত সমস্যা। আপনি যদি এমন কোন এরিয়াতে থাকেন যেখানে মোবাইল ফোনের নেটওয়ার্ক কাভারেজ খুব একটা ভালো না তাহলে আপনার মোবাইল ফোন কে খুব বেশি পরিশ্রম করতে হয় সেই এলাকা থেকে সিগনাল ক্যাপচার করার জন্য। আর এর মাধ্যমে মোবাইল ফোনের প্রসেসের এর ওপর খুব বেশি চাপ পড়ে এবং তা অন্যান্য সময়ের তুলনায় দ্রুত গরম হয়ে যায়।
এরপর দ্বিতীয়ত যে কারণটি বলা যায় তা হচ্ছে মোবাইল ফোনে কোন বিরতি ছাড়াই একটানা খুব হেভি ইউজ করা। যেমন আপনি একটানা যদি আপনার মোবাইল দিয়ে দুই ঘন্টা বা তার বেশি গেম খেলেন তাহলে মোবাইল ফোনের প্রসেসরের উপর অনেক বেশি চাপ পড়ে। গেম খেলার সময় শুধু প্রসেসর টি নয় বরং এর পাশাপাশি থাকা গ্রাফিক্স ইউনিটো কাজ করে । দুই মিলে মোবাইল ফোনের উপর অনেক বেশি চাপ সৃষ্টি হয় । এজন্য গেম খেলার সময় মোবাইল ফোন তুলনামূলকভাবে বেশি গরম হয়।
তৃতীয়ত যে কারণটি বলা যেতে পারে তা হল খুব ভারী কোন ধরনের কাভার ব্যবহার করা। আপনি যখন মোবাইল ফোনটি ইউজ করছেন তখন তা স্বাভাবিকভাবেই একটু একটু হিট জেনারেট করে। কিন্তু আপনি যদি এই হিটকে আরো আবদ্ধ করে দেন তাহলে সেটি আর বের হতে পারে না। বের না হওয়ার কারণে মোবাইলটিকে ওই অল্প হিট আরো বেশি গরম করে ফেলে। ভারি মোটা ব্যাক কাভার ছোট ছোট হিট গুলো কে বাইরে বের হতে দেয় না এর ফলে মোবাইল ওই ছোট ছোট হিট গুলোর কারণে আরো বেশি গরম হয়।
মোবাইল ফোন গরম হওয়ার চতুর্থ কারণ হিসেবে বলা যেতে পারে আপনি সরাসরি রোদের আলোতে মোবাইল ফোন ব্যবহার করছেন কিংবা আপনার আশেপাশে থাকা আবহাওয়া খুবই গরম। স্বাভাবিক ওয়েদারে মোবাইল ফোন গরম হলে তেমন একটা বোঝা যায় না। কিন্তু যখন খুব গরম পড়ে তখন আপনি দেখবেন আপনার মোবাইল ফোনটিকে অন্যান্য যে কোন সময়ের তুলনায় অতিরিক্ত গরম হতে দেখা যায়। এছাড়া অনেক রান্না করে মোবাইল ফোনটি চুলের পাশে রেখে ব্যবহার করেন এতে করে মোবাইলটি খুব দ্রুত গরম হয়ে যায়।
redmi a1+ price in bangladesh | redmi a1+
চার্জ দিলে মোবাইল গরম হয় কেন
মোবাইল ফোনটি যখন চার্জে দেওয়া হয় তখন গরম হওয়াটা খুবই স্বাভাবিক বিষয় কারণ মোবাইলটিতে চার্জ ঢুকছে এবং আপনার প্রসেসরটি সেই বিষয়টিকে প্রসেস করছে এতে করে মোবাইলের উপর এমনিতেই একটা চাপ তৈরি হচ্ছে। এজন্য হালকা পরিমাণ গরম হওয়া স্বাভাবিক। কিন্তু যদি খুব বেশি গরম হয় তাহলে আপনি ঠান্ডা আবহাওয়া ও ঠান্ডা পরিবেশে মোবাইল ফোনটি কাজ করবেন। গরমের দিনে বিশেষ করে দুপুরের সময় মোবাইল ফোন চার্জে লাগানো উচিত নয়।
মোবাইল ফোন গরম হয়ে যাচ্ছে জানুন কারণ ও প্রতিকার
উপরে বেশ কয়েকটি পয়েন্টের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করা হয়েছে কি কারনে আপনার মোবাইল ফোনটি গরম হয়ে যাচ্ছে। তাই আপনি যদি মোবাইল ফোনটিকে আর এত বেশি গরম হোক যদি না চান তাহলে নিম্নোক্ত কাজ গুলো করতে পারেন।
১। যে সমস্ত এরিয়াতে নেটওয়ার্ক কাভারেজ দুর্বল সে সমস্ত জায়গায় চেষ্টা করবেন ইন্টারনেট ব্যবহার না করার। নেটওয়ার্ক কাভারেজ ভালো পায় এমন জায়গায় ইন্টারনেট ব্যবহার করবেন।
২। গরমের দিনে দুপুরবেলা মোবাইল ফোন চার্জে না দিয়ে সকাল কিংবা রাত্রিবেলা চার্জ দিতে পারেন। দিনের বেলা চার্জ দিতে হলে আরো একটা কৌশল প্রয়োগ করা যায় তা হল আপনি মোবাইল ফোনটি চার্জে দেওয়ার পর অবশ্যই একটি টেবিল ফ্যান সেখানে ফোনের সাথে বা ফোনের কাছাকাছি রেখে দিবেন। এতে করে ফোন গরম হলে ফ্যানের বাতাসের কারণে তা ঠান্ডা হবে অর্থাৎ একটা ভারসাম্য পূর্ণ পরিবেশ সৃষ্টি হবে। এতে করে মোবাইলটি আর অতিরিক্ত গরম হবে না।
৩। গেম খেলার সময় আপনারা চাইলে একটা টেবিল ফ্যানের সামনে গিয়ে গেম খেলতে পারেন যেন মোবাইল ফোনটি পর্যাপ্ত পরিমাণ বাতাস পায়। মোবাইল ফোনে ব্যাক কভার লাগানো থাকলে অবশ্যই তা গেমিং এর সময় খুলে রাখবেন এতে করে মোবাইল অল্প গরম হলে সেই গরমটি খুব দ্রুত বেরিয়ে যাবে। এবং গেম খেলার মাঝে অল্প অল্প বিরতি নিতে পারেন এতে করে মোবাইল ফোনটি পুনরায় আগের মত ঠান্ডা হবে।
মোবাইল ঠান্ডা রাখার সফটওয়্যার
মোবাইল ফোনের গরম হওয়ার বিষয়টি হার্ডওয়ার নির্ভর। তাই এটিকে সফটওয়্যার দিলে কখনোই ঠিক হবে না। সফটওয়্যার ব্যবহার করার মাধ্যমে মোবাইলকে কখনো ঠান্ডা করা সম্ভব নয়। তবে আপনি যখন খুব হেভি ইউজ করেন নির্দিষ্ট কোন একটি অ্যাপকে ,তখন চাইলে অন্যান্য ব্যাকগ্রাউন্ড এর সমস্ত অ্যাপ ক্লোজ করে দিতে পারেন। এতে করে আপনার ফোনের ram এবং প্রসেসরের উপর চাপ কম পড়বে। আর আপনার মোবাইল ফোনটি যদি স্ট্যান্ডবাই অবস্থায় থাকতেও গরম হয়, এক্ষেত্রে আপনি গ্রীনিফাই ব্যবহার করতে পারেন । এই অ্যাপটির মাধ্যমে ব্যাকগ্রাউন্ড এর সমস্ত অ্যাপ এর ফোর্স স্টপ হয়ে যায়। প্লে স্টোরে আপনি গ্রীনিফাই একটি পেয়ে যাবেন।
স্মার্টফোন গরম হয়ে গেলে কি করবেন
স্মার্ট ফোন গরম হয়ে গেলে এটাকে খুব বেশি সময় ধরে আর ব্যবহার করা উচিত নয়। কারণ এতে করে আপনার প্রসেসরের বেশ কিছু ক্ষতি হতে পারে। অতিরিক্ত হিটিং এর কারনে মোবাইল ফোনের প্রসেসরের ভিতরে বিভিন্ন সার্কিট গলে যেতে পারে। এভাবে আপনার মোবাইল ফোন নষ্ট হয়ে যেতে পারে। ইটিং এর কারণে মোবাইল ফোনে ব্যাটারির উপর খুব চাপ পড়ে। ব্যাটারির আয়ু কমে যায়। অনেক সময় ব্যাটারিকে ফুলে যেতে দেখা যায়। যা মোবাইল ফোন ব্লাস্ট হওয়াসহ আরো ভয়ংকর দুর্ঘটনার জন্ম দিতে পারে।
এজন্য মোবাইল ফোন যখন দেখবেন অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে তখন সেটাকে সাথে সাথেই চেষ্টা করবেন ব্যাকগ্রাউন্ডের সমস্ত অ্যাপ ক্লোজ করে স্ট্যান্ডবাই মডে রেখে দিতে। এতে করে মোবাইলটি অল্প সময়ের মধ্যেই নিজে থেকেই ঠান্ডা হয়ে যাবে। গেম খেলার সময় কখনই অতি উৎসাহী হয়ে একটানা ব্যবহার করতে যাবেন না। মোবাইল ফোন অতিরিক্ত গরম হতে দেখলে চার পাঁচ মিনিটের জন্য আপনি স্ট্যান্ড বাই মডে রেখে দিতে পারেন। এতে করে মোবাইলের স্বাস্থ্য ভালো থাকবে। এবং মোবাইল ফোন টি অনেকদিন ধরে ব্যবহার করা যাবে।
মোবাইল ফ্রিজে রাখলে কি হয়
মোবাইল ফোন অতিরিক্ত গরম হয়ে গেলে অনেকেই অতি উৎসাহী হয়ে আবেগের বসে মোবাইল ফোনকে খুব দ্রুত ঠান্ডা করার জন্য ফ্রিজে রেখে দেন। যদি আপনি এটা দুই তিন মিনিটের জন্য করেন তাহলে কোন সমস্যা হবে না। কিন্তু একটানা অনেকক্ষণ ফ্রিজে রাখার মাধ্যমে মোবাইল ফোনের মধ্যে আপনার পানি চলে যেতে পারে। আর পানি চলে গেলে আপনার মোবাইল ফোনটি ডেড হয়ে যেতে পারে। এছাড়া হঠাৎ করে গরম থেকে অতিরিক্ত ঠান্ডা পরিবেশে নিয়ে গেলে মোবাইল ফোনের ব্যাটারির স্বাস্থ্যের ওপর খারাপ প্রভাব পড়তে পারে। তাই মোবাইল ফোন অতিরিক্ত গরম হলে ফ্রিজে না রেখে এমনিতে স্বাভাবিকভাবে ফ্যানের বাতাসের নিচে দেওয়া যেতে পারে।
মোবাইল হঠাৎ বন্ধ হয়ে যায়
মোবাইল ফোন যখন অতিরিক্ত গরম হয় তখন বিভিন্ন কোম্পানি থার্মাল থ্রোটলিং এর মাধ্যমে মোবাইল ফোনের প্রসেসরের স্পিড কমিয়ে দেয়। এটা প্রতিটি স্মার্টফোনে সফটওয়্যার গত ভাবে অপটিমাইজ করা থাকে। আরে ঠিক এই কারণে অনেক সময় দেখা যায় মোবাইল ফোন খুব বেশি গরম হয় তখন নোটিফিকেশনের মাধ্যমে তা অফ করতে বলে। অবশ্য সকল ব্র্যান্ডের ফোনে সেটা হয় না। নোটিফিকেশন ছাড়াই অনেক সময় বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে গিয়ে মোবাইল ফোনটি আবার স্বাভাবিকভাবে ঠান্ডা হয়। কোনো কোনো ব্র্যান্ডের ফোন আবার নিজে থেকে রিস্টার্ট নিয়ে নেয়। তাই এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই ।মোবাইল ফোন খুব গরম হলে হঠাৎ করে বন্ধ হয়ে যেতে পারে।
আপনাদের সাধারণ কিছু জিজ্ঞাসা মোবাইল গরম না হওয়ার উপায় সম্পর্কে
১। মোবাইল বেশি গরম হলে ক্ষতি হয় কেমন?
উত্তর: বিভিন্ন সার্কিট নষ্ট হয়ে যেতে পারে আবার ব্যাটারি খুব দ্রুত নষ্ট হয়ে যেতে পারে।
২। ব্যাটারি আয়ু কমার কারণ কি মোবাইল ফোনের গরম হওয়া?
উত্তর: ব্যাটারি স্বাভাবিকভাবে আস্তে আস্তে ক্ষয় হয় কিন্তু অতিরিক্ত গরম হলে আরো তাড়াতাড়ি আয়ু কমে।
৩। মোবাইল গরম হলে কি ফ্রিজে রাখা উচিত ?
উত্তর: রাখা উচিত নয় ,কারণ মোবাইল ফোনে পানি ঢুকে যেতে পারে।
৪। মোবাইল গরম হলে কি এর গতি কমে?
উত্তর: সাধারণভাবে কমে যাবে কিন্তু হাই পারফরম্যান্স মোট ব্যবহার করলে এবং পর্যাপ্ত চার্জ থাকলে বেশিরভাগ মোবাইলে গতি কমে না।
৫। নেটওয়ার্ক সিগন্যালের কারণে মোবাইল গরম হয় কি?
উত্তর: হ্যাঁ মোবাইল ডাটা হোক কিংবা ওয়াইফাই ,সিগনাল
ঠিকমতো না পেলে মোবাইল ফোন অতিরিক্ত কাজ করতে গিয়ে দ্রুত গরম হয়।