বড়দের হরলিক্স এর দাম কত, অনেকেই কনফিউসড থাকেন বড়দের হরলিক্স কত টাকায় বিক্রি হয়। তারা আজকের এই লেখায় হরলিক্সের অনেক তথ্যই জানতে পারবেন। তাই পুরো লেখাটি ভালো ভাবে পড়ার রিকোয়েস্ট থাকলো। এছাড়াও আজকে আলোচনা করা হবে বড়দের হরলিক্স খাওয়ার নিয়ম, দাম , উপকারিতা, অপকারিতা ইত্যাদি বিষয়ে।
বড়দের হরলিক্স এর নাম কি
বড়দের জন্য বাজারে বেশ কয়েক রকমের কয়েক ব্র্যান্ডের হরলিক্স পাওয়া যায়। তার মধ্যে হরলিক্স প্রোটিন, হরলিক্স অ্যাডাল্ট, হরলিক্স ফাইবার, হরলিক্স সেন্সট্রাল ইত্যাদি। বাজারে বিভিন্ন ফ্লেভারে হরলিক্স আছে। চকোলেট, স্ট্রবেরি, কলা, কাস্টার্ড, বাদাম ও মধু ইত্যাদি এর মধ্যে উল্লেখযোগ্য।
বড়দের হরলিক্স খাওয়ার নিয়ম
হরলিক্স গরম পানি অথবা গরম দুধের সাথে মিশিয়ে খেতে হয়। ২৫০ গ্রাম বা ১ কাপ পরিমাণ গরম দুধে বা পানিতে ২ থেকে ৩ চামচ পরিমাণ হরলিক্স মিশিয়ে খাবেন। স্বাদ আরও বাড়াতে চাইলে আপনি চিনি মেশাতে পারেন। মন চাইলে ১ চামচ মধুও মিশিয়ে নিতে পারেন। হরলিক্স দিনের যেকোনো সময়ে খেয়ে পারেন। দিনের শুরুতে খেলে দিনভর সতেজ থাকার এনার্জি পাবেন। রাতে খেলে দেহের ক্ষয়পূরণ হবে। তাই সকাল ও রাতে দুইবেলাই হরলিক্স খেতে পারেন।
বড়দের হরলিক্স এর দাম কত
বড়দের হরলিক্স এর দাম পরিমাণ ও ব্র্যান্ড অনুযায়ী একেক রকম। নির্দিষ্ট দাম ফিক্সড নয়। আবার বাজারের বিভিন্ন পরিস্থিতির কারণে দাম কখনো কম আবার বেশিও হয়। হরলিক্স এর প্যাক গুলো কোনোটি ৫০০ গ্রাম, ৪০০ গ্রাম কিংবা ১৫০ গ্রামের হতে পরে। কিছু কিছু ছোট প্যাক ও আছে ১৫ গ্রামের।
হরলিক্স ক্লাসিক মল্ট এর দাম ৫০০ গ্রাম এর ৪১০ থেকে ৪৬০ টাকা।
হরলিক্স লাইট নৌড়িশমেন্ট ফর অ্যাডাল্ট ৪০০ গ্রাম এর দাম ৫৫০ টাকা।
মাদার হরলিক্স ৩৫০ গ্রামের এর দাম ৫৫০ থেকে ৫৮০ টাকা।
জুনিয়র হরলিক্স ৫০০ গ্রাম এর দাম ৫৭৫ থেকে ৫৮০ টাকা। ২০০ গ্রাম এর দাম ২৩০ থেকে ২৪০ টাকা। জুনিয়র হরলিক্স ছোট ২ থেকে ৭ বছর বয়সী বাচ্চাদের জন্য।
এছাড়াও ১৫ গ্রামের প্যাকেট এর দাম ১০ টাকা পাওয়া যেতো। এখন এটি ২০ গ্রাম ১৫ টাকায় বিভিন্ন মুদি দোকানে পাওয়া যায়। ফ্লেভারের পার্থক্যের কারণে অনেক সময় কিছু কিছু হরলিক্স এর দামে কিছুটা পরিবর্তন হতে পারে।
গর্ভাবস্থায় মাদার হরলিক্স খাওয়ার উপকারিতা
হরলিক্স বিভিন্ন রকমের পুষ্টি উপাদানে সমৃদ্ধ। তাই এটি গর্ভবতী মায়েরা খেলে তাদের ও বাচ্চা উভয়ের জন্যই স্বাস্থ্য উপকারিতা আছে। গর্ভবতী থাকাকালীন মেয়েদের পুষ্টি চাহিদা বেশি থাকে তাই হরলিক্স সেই পুষ্টির অভাব পূরণের জন্য ভালো একটা মাধ্যম হতে পারে। হরলিক্স এর পাশাপাশি গর্ভবতী মায়েরা অন্যান্য শাক সবজি ও ফলমূল খাবেন। গর্ভাবস্থায় মাদার হরলিক্স শিশুর সুষ্ঠু গঠনে সহায়তা করবে।
কালোজিরা চিবিয়ে খাওয়ার উপকারিতা
Benco V91 | low price phone bd
হরলিক্স কি দিয়ে তৈরি হয়
হরলিক্স বিভিন্ন ধরনের প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি। এখানে ক্ষতিকারক কোনো ক্যামিকেলের মিশ্রণ নেই। সাধারণ ভাবে গমের ময়দা,মল্টেড বার্লি,ফুড কালার, চিনি,বাদাম,চকলেট,দুধ,লবণ,বিনিন্ন ভিটামিন ইত্যাদির সাহায্যে হরলিক্স প্রস্তুত করা হয়।
হরলিক্স খাওয়ার অপকারিতা
হরলিক্স খাওয়ার কোন উপকারিতা এখন পর্যন্ত অনেক পাওয়া গেলেও অপকারিতা সম্পর্কে কোন তথ্য পাওয়া যায়নি। তাই এটি যে ক্ষতিকর তার বলার প্রয়োজন নেই। যদি নকল পণ্য কিনে থাকেন এক্ষেত্রে ক্ষতি হতে পারে কারণ নকল পণ্যগুলো কেমিক্যাল মিশ্রিত থাকে। তাই ভালো বিশ্বস্ত দোকান থেকে হরলিক্স গুলো কিনবেন। আবার যারা ডায়াবেটিসের রোগী তারা একটু কম খাবেন কারণ এতে চিনি থাকে। অতিরিক্ত পরিমাণে হরলিক্স খেয়ে থাকলে পেট খারাপ হতে পারে আবার কারো কারো ক্ষেত্রে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে।
হরলিক্স এর অন্যান্য কিছু ব্যবহার
আপনি হরলিক্স দিয়ে চাইলে চা খেতে পারেন। চায়ের স্বাদকে বহুগুনে বৃদ্ধি করে দিতে হরলিক্স অনেক কাজে আসে। হরলিক্স যুক্ত চা খাওয়ার জন্য দুধ এর সাথে হরলিক্স মিশিয়ে দিন। খুব বেশি মেশাবেন না পরিমাণ মত মেশান যেন চা সামান্য ঘন হয়। এরপর খেয়ে দেখুন এই হরলিক্স চা এর স্বাদ কত সুস্বাদু হয়েছে। বাংলাদেশের বিভিন্ন চায়ের দোকানে হরলিক্স চা নামের বিশেষ আলাদা ভাবে এক রকমের চাপ পাওয়া যায়। ওই চাতে হরলিক্স মেশানো থাকে।
অনেক সময় হরলিক্স শুধু চেটে চেটে খেতে পারেন। এভাবেও হরলিক্স খেয়ে অনেকেই স্বাদ পান। এতে আলাদা এক রকমের মজা আছে। বাচ্চারা হরলিক্স চেটে চেটে খেতে অনেক ভালোবাসে।
বড় দের 500 গ্রাম এর হরলিক্স