আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকলেই অনেক ভাল আছেন। বাংলাদেশের সাম্প্রতিক সময়ে লঞ্চ হওয়া চমৎকার একটি বাজেট ফোন নিয়ে আজকে আলোচনা করা হবে। তাই সম্পূর্ণ পোস্টটি মনোযোগ দিয়ে পড়ুন এই মোবাইলটি কিনবেন কিনা।
Benco V91 মডেলের এই মোবাইল ফোনটিতে স্পেসিফিকেশন হিসেবে কি কি দেওয়া হয়েছে ,এটি দাম হিসেবে কেমন হবে ,এটি কিনবেন কিনা ইত্যাদি আলোচনা করা হয়েছে আজকের এই পোস্টের মধ্যে।
Benco V91 এর বাজার মূল্য কত
Benco V91 বাংলাদেশের মার্কেটে অফিসিয়াল ভাবে দুইটি ভেরিয়েন্টে পাওয়া যায়। এই মোবাইলটির ৪ জিবি রেম ও ১২৮ জিবি রম ভেরিয়েন্ট এর বাজার মূল্য ৯,৯৯৯ টাকা। এবং ৮ জিবি রেম এবং ১২৮ জিবি রম এর দাম ১১,৯৯ ৯ টাকা।
Benco V91 এর লুকিং এবং ডিসপ্লে কি রকম
Benco V91 দুইটি কালার ভেরিয়েন্টে পাওয়া যায়। কালার ভেরিয়েন্ট গুলোর নাম যথাক্রমে Pale Green, Midnight Black। ফোনটি কম দামি হলেও এর কালার এবং আউট লুক আপনাকে ইমপ্রেস করে ফেলবে।
এই মোবাইলটি ব্যাক প্যানেলটি প্লাস্টিক দিয়ে তৈরি। এই দামে অবশ্যই ছাড়া অন্য কিছু চিন্তাও করা যায় না। এখানে পিছন দিকে গোল একটা ক্যামেরা কাট আউট আছে যা দেখতে খুবই আকর্ষণীয় লাগে।
ডিসপ্লেতে দেওয়া হয়েছে এইচডি প্লাস রেজুলেশন এর একটি ডিসপ্লে। ডিসপ্লেটির সাইজ ৬.৫৬ ইঞ্চি এবং এটি একটি আদর্শ আকৃতি বলা যায় খুব বেশি বড় নয় আবার খুব বেশি ছোট হয়। ডিসপ্লেটির পিক্সেল ডেনসিটি 269 ppi।
এটি একটি আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে। এবং এছাড়া এখানে ফিচার হিসেবে পাবেন ৯০ হার্জ রিফ্রেশ রেট এর সাপোর্ট।
Benco V91 মোবাইলটির পারফরমেন্স কি রকম
Benco V91 মোবাইল টিতে এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে latest android 13। এখানে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে Unisoc T606 ।
এখানে উভয়ে মোবাইলে অর্থাৎ 4gb এবং ৮ জিবি উভয়ের র্যাম ভেরিয়েন্টে আপনারা ভার্চুয়াল র্যাম ব্যবহার করতে পারবেন। ৪ জিবি র্যাম ভেরিয়েন্ট এ আপনারা আরও চার জিবি ভার্চুয়াল র্যাম এবং আট জিবি রেম ভেরিয়েন্ট এ আপনারা আরও ৮ জিবি রেম ব্যবহার করতে পারবেন ।
এখানে যে প্রসেসরটি ব্যবহার করা হয়েছে এই প্রসেসর টির ট্রানজিস্টরের সাইজ মাত্র বারো ন্যানো। এবং এই প্রসেসরের আছে সব মিলিয়ে আটটি কোর। এই প্রসেসরটি সর্বোচ্চ ১.৬ গিগা হার্জ স্পিডে কাজ করতে পারে।
এবং এখানে প্রসেসর এর সাথে জিপিইউ দেওয়া হয়েছে Mali-G57 MP1। বাজেট ফোনগুলো সাধারণত কখনো ফোন হয়ে থাকে না। নরমাল ইউজের জন্য আপনারা খুব ভালো রকমের সাপোর্ট পাবেন এই রকমের স্পেসিফিকেশন থেকে।
দৈনন্দিন যত রকমের কাজকর্ম করা হয় একটি মোবাইল ফোন দিয়ে তারা সবকিছুই সামাল দিতে পারবে এই প্রসেসর এবং জিপিইউ।
৮ জিবি র্যাম ভেরিয়েন্ট টিতে আপনারা আরো ভালোভাবে মাল্টি টাস্কিং করতে পারবেন। এখানে ডে টু ডে পারফরম্যান্স ভালো পাবেন বলে আশা করছি।
Benco V91 এর ক্যামেরা
Benco V91 এ ত্রিপল ক্যামেরা সেটাপ ব্যবহার করা হয়েছে ।এখানে মেইন ক্যামেরা টি 13 মেগাপিক্সেল এর ।একটি 2 মেগাপিক্সেল এর ম্যাক্রো ক্যামেরা ।এবং আছে একটি এ আই ক্যামেরা ।
সেলফি ক্যামেরার জন্য আছে একটি 8 মেগাপিক্সেল এর সেলফি শুটার।এখানে উভয় ক্যামেরা দিয়ে 1080 মেগাপিক্সেলের ভিডিও রেকর্ড করা যাবে।
Benco V91 এর ব্যাটারি
Benco V91 মোবাইল ফোনটিতে ব্যবহার করা হয়েছে পাঁচ হাজার মিলি এম্পিয়ার এর বিশাল বড় একটি ব্যাটারি। এটি একটি নন রিমুভ্যাবল লিথিয়াম পলিমার ব্যাটারি।
এবং আশ্চর্যজনকভাবে এত কম দামি একটি মোবাইল ফোনে ১৮ ওয়াটের একটি চার্জার ব্যবহার করা হয়েছে। এই চার্জারটি দিয়ে মোবাইল ফোনটি দুই ঘন্টার আশেপাশেই ফুল চার্জ হয়ে যাবে এবং আশা করা যায় এটি সাধারণ ব্যবহার করার সময় দেড় দিনের মতো ব্যাটারি ব্যাকআপ দেবে।
এই মোবাইল ফোনটিতে বেনকো ব্যবহার করেছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যা সাইড মাউন্টেড । এখানে ওটিজি সাপোর্ট করবে। এছাড়া চার্জিং এর জন্য রয়েছে টাইপ সি ইউ এস বি চার্জিং কেবল। Benco V91 এ রয়েছে ফোরজি সাপোর্ট।
মোবাইলটা ওজন প্রায় ১০৫ গ্রাম। ডিসপ্লে তে রয়েছে একটি ওয়াটার ড্রপ নচ। তো যে সমস্ত ব্যক্তিরা কম দামে বাজেট রেঞ্জে একটি ভালো ফোন কিনতে চান তারা এই মোবাইলটিকে চয়েস করতে পারেন ।
আর যারা ব্র্যান্ড কে বেশি প্রাধান্য দেন তারা এই বাজেটে আরো অন্যান্য মোবাইল ফোন রয়েছে সেগুলোকে কিনতে পারেন ।এবং এই বিষয়ে আমাদের কিছু আর্টিকেল রয়েছে সেগুলো কেউ পড়তে পারেন। তাহলে কম দামে কোন মোবাইল গুলো আপনারা কিনতে পারেন সেগুলো সম্পর্কে ধারণা পেয়ে যাবেন।
আপনাদের সাধারণ জিজ্ঞাসা গুলি
১। Benco V91 কি ভালো ফোন?
উত্তর: এখানে দাম হিসেবে অনেক ভালো স্পেসিফিকেশন দেওয়া হয়েছে তাই বলা চলে এটি একটি ফোন।
২। Benco V91 আমি কিনবো কিনা?
উত্তর : সেই সিদ্ধান্তই আপনার অত্যন্ত ব্যক্তিগত। তবে অবশ্যই রিকমেন্ডেড থাকবে।
৪। Benco V91 কি দেখতে সুন্দর?
উত্তর : হ্যাঁ এই মোবাইলটি দেখতে সুন্দর ডিজাইন আপনার ভালো লাগবে।
৫। Benco V91 এর থেকেও ভালো ফোন আছে কিনা?
উত্তর : আপাতত বর্তমান সময় অনুযায়ী বাজারে আছে বলে মনে হয় না স্পেসিফিকেশন দেওয়ার দিক থেকে। তবে অন্যান্য অনেক ফোন আছে যেগুলো দাম হিসেবে ভালই কিন্তু স্পেসিফিকেশন কিছুটা কম পাবেন।