আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আশা করি সকলেই অনেক ভাল আছেন। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি শাওমি কোম্পানির পক্ষ থেকে রেডমি ১০ নামের 2022 সালের এডিশনের একটি স্মার্টফোন নিয়ে বিস্তারিত রিভিউ।
Key features
ফুল এইচডি ডিসপেলে, ৫০০০ mah ব্যাটারি, ৪/৬৪ ও ৬/১২৮ জিবি র্যাম, রম, মিডিয়া টেক হেলিও g88
রেডমি ১০ দাম কত | redmi 10 2022 6/128 price in bangladesh
আরও দেখুন
এই মোবাইলটি প্রথমে ২০২২ সালে এডিশনে ছিল না কিন্তু কোম্পানিটি পুনরায় এটি এক বছর পরে এর নতুন ভার্সন নিয়ে আসে ২০২২ এডিশন নাম দিয়ে। শুধু রেডমি ১০ এবং রেডমি ১০ ২০২২ এডিশনের মধ্যে পার্থক্য হল সিম কার্ড ট্রেতে। এবং শুধু রেডমি 10 এর থেকে রেডমি ১০ ২০২২ এডিশন এর দাম কম।
রেডমি ১০ এ ডুয়েল ন্যানো সিম কার্ডের পাশাপাশি একটি এক্সটার্নাল মেমোরি কার্ড ব্যবহার করা যেত । কিন্তু শুধু রেডমি ১০ এ ২০২২ এ ডিশনে হাইব্রিড সিম স্লট ব্যবহার করায় একই সাথে দুইটি সিম অথবা একটি মেমোরি কার্ড ও একটি সিম ব্যবহার করা যাবে।
রেডমি ১০ ২০২২ মডেলের এই মোবাইল ফোনটি আপনি কিনবেন কিনা, এই দামে কেমন হবে, এটি ভালো নাকি খারাপ এবং ২০২৩ সালে এসেও এই ফোন চলনসই কিনা তার বিস্তারিত জানানো হবে আজকের এই আর্টিকেলে। তাই মনোযোগ দিয়ে পুরো আর্টিকেলটি পড়ুন।
রেডমি ১০ ২০২২ এর দাম
রেডমি ১০ ২০২২ মোবাইল ফোনটি দেশের বাজারে অফিশিয়াল ভাবে দুইটি র্যাম ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এর ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি রম এর দাম বর্তমানে ১৬৯৯৯ টাকা। এবং ৬ /১২৮ জিবি ভ্যারিয়েন্ট এর দাম ১৮৯৯৯ টাকা।
রেডমি ১০ ২০২২ এর লুকিং/ডিজাইন
রেডমি ১০ ২০২২ মোবাইল ফোনটি সর্বমোট তিনটি কালার ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। এর দুইটি কালার ভেরিয়েন্ট প্রায় সবখানেই এভেলেবেল কিন্তু হোয়াইট কালার টি তেমন একটা পাওয়া যায় না অফিসিয়াল ভাবে। এর একটি কালার ভেরিয়েন্ট এর নাম হলো Carbon Gray এবং অন্য কালার ভেরিয়েন্ট টির নাম হল Sea Blue।
এর ব্লু কালারটি থেকে গ্রে কালার টি কিছুটা ইউনিক। এই কালারটি ছেলেদেরকে বেশি ভালো মানাবে। তবে আপনি চাইলে ব্লু রংয়ের টিও পছন্দ করতে পারেন। এর ব্যাক প্যানেলে আলো পড়লে তা কিছুটা রিফ্লেক্ট করে।
মোবাইলটির নিচের দিকে আপনারা পাবেন টাইপ্সি ইউএসবি চার্জিং পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন ও স্পিকার গ্রিল। উপরের দিকে পাবেন ৩.৫ মিলিমিটার এর হেডফোন জ্যাকের পোর্ট, সেকেন্ডারি স্পিকার, সেকেন্ডারি নয়েজ ক্যান্সলেশন মাইক এবং একটি আই আর ব্লাস্টার।
বামদিকে থাকছে সিমকার্ডের ট্রে এবং এই সিম কার্ড ট্রেতে আপনারা একই সাথে সর্বোচ্চ দুইটি সিম ব্যবহার করতে পারবেন অথবা একটি সিম কার্ড এবং একটি মেমোরি কার্ড একই সাথে ব্যবহার করতে পারবেন। ডানদিকে পাবেন ভলিউম বাটন এবং পাওয়ার বাটন এগুলো পজিশন অনুযায়ী ঠিকঠাক আছে। সহজেই রিচ করা যায়।
পাওয়ার বাটনে ইমপ্লিমেন্ট করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেনসর। ফিঙ্গারপ্রিন্ট খুবই ফাস্ট এবং একুরেট। কোন ধরনের ডিলে লক্ষ্য করা যায় না টাচ করার সাথে সাথেই আনলক করে ফেলে।
এর ব্যাক প্যানেলটি এবং এর বডি ফ্রেমটি উভয়ই প্লাস্টিকের তৈরি। পিছনে কোন ধরনের টেকচার না থাকায় এটিতে খুব সহজেই দাগ পড়তে পারে। এবং এর ব্যাক প্যানেল টিতে অনেক বেশি ফিঙ্গার এর দাগ পড়ে। তাই ভালো মানের একটি ব্যাক কভার ব্যবহার করতে হবে।
রেডমি ১০ ২০২২ এর ডিসপ্লে
রেডমি ১০ ২০২২ মোবাইল ফোনটিতে ব্যবহার করা হয়েছে একটি ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে। রেজুলেশন হচ্ছে ফুল এইচডি প্লাস এবং এখানে থাকছে ৯০ হার্জ রিফ্রেশ রেটের সাপোর্ট।
ডিসপ্লে টি পাঞ্চ হোল কাট আউটের এবং এর মাঝখানে থাকছে সেলফি ক্যামেরা। এর ডিসপ্লেটি ৬.৫ ইঞ্চি সাইজের হওয়ায় এটি বেশ স্ট্যান্ডার্ড অর্থাৎ ছোটও নয় আবার খুব বেশি বড়ও নয়।
এই মোবাইলটির থিকনেস ৮.৯ মিলিমিটার এবং এর ওজন প্রায় 181 গ্রাম। ডিসপ্লে প্রোটেকশন হিসেবে আছে কর্নিং গরিলা গ্লাস থ্রি।
মোবাইলটি ডিসপ্লে দাম হিসেবে যথেষ্ট ভালো এখানে শারপনেস এবং ডিটেলস এর কোন ঘাটতি নেই। পিক্সেল ডেনসিটি ৪০৫ পিপিআই হওয়ায় এখানে খুবই পরিষ্কারভাবে সবকিছু দেখা যায়। এখানে কনটেন্ট ওয়াচিং করে অনেক বেশি স্যাটিসফাই হবেন। ডিসপ্লেটির কালার একুরেসি খুব ভালো। অলমোস্ট ন্যাচারাল কালার প্রোভাইড করতে পারে।
কিন্তু এর ব্রাইটনেস জনিত সামান্য সমস্যা আছে। আপনি যদি ডিরেক্ট সাইন লাইট এ গিয়ে ফোন থেকে ব্যবহার করেন তাহলে দেখতে কিছুটা সমস্যা হবে। এর ব্রাইটনেস আরো বেশি থাকলে খুব ভালো হতো।
রেডমি ১০ ২০২২ এর ক্যামেরা
রেডমি ১০ ২০২২ এর পিছনে ব্যবহার করা হয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ। এখানে আছে মোট চারটি ক্যামেরা। এখানে মেইন সেন্সর হিসেবে আছে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা। আরো থাকছে ৮ মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড ক্যামেরা সেন্সর। আরো আছে দুই মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর এবং ২ মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা।
এর মেইন ক্যামেরা দিয়ে দিনের আলোতে ভালো ছবি তোলা গেলেও এখানে শার্পনেস এবং ডিটেলস কিছুটা কম মনে হয়। ৫০ মেগাপিক্সেল মোডে ছবি উঠালে সেখানে ডিটেলস কিছুটা থাকলেও ছবিগুলো কিছুটা ফ্যাকাসে আসে। ছবিগুলো অলমোস্ট ন্যাচারাল কালার দেয়। রাতের বেলা শাটার স্পিড কমে যায় এবং ছবিতে নয়েজ দেখা যায়।
নাইট মোডে ছবি তুললে সামান্য উন্নতি দেখা যায়। যা খুব বেশি ভালো নয় আবার একেবারে খারাপও নয়। এর আল্ট্রা ওয়াইড ক্যামেরা দিয়ে মোটামুটি মানের ছবি পাওয়া যায়। আলট্রা ওয়াইড এর ছবিগুলো আবার বেশ কালারফুল। এর ম্যাক্রো সেনসরটি খুব বেশি ভালো না মাত্র দুই মেগাপিক্সেলের হওয়াতে। আর পোর্ট্রেট মোডে ছবি তোলার সময় ব্যাকগ্রাউন্ড কে ভালোভাবেই ব্লার করতে পারে
কিছু কিছু ক্ষেত্রে মূল সাবজেক্টকে কিছুটা কালারসিফট করে সফ্ট করতে দেখা গেছে। এজ ডিটেকশন অলমোস্ট একুরেট ছিল। এর পোট্রেট মোডের ছবিও সকলের ভালো লাগবে।
সামনে ব্যবহার করা হয়েছে ৮ মেগাপিক্সেল একটি সেলফি শুটার। দিনের আলোতে মোটামুটি মানের ছবি তোলা যায় তবে ছবির ডিটেইলস কম মনে হয়। তাছাড়া সামান্য সফ্ট করে ফেলে।
সামনের এবং পিছনের উভয় ধরনের ক্যামেরা দিয়েই 1080 পিক্সেল এ ভিডিও শুট করা যায়। কোনো ধরনের ভিডিও স্টেবিলাইজার ওআইএস বা ইআইএস না থাকায় ভিডিও কিছুটা শেকি শেকি হয় অর্থাৎ মনে হবে কাপাকাপি করছে। তাই ভিডিও করলে শক্ত হাতে ভিডিও করতে হবে।
রেডমি ১০ ২০২২ এর ব্যাটারি
রেডমি ১০ ২০২২ এ ব্যবহার করা হয়েছে পাঁচ হাজার মিলি এম্পিয়ার এর বড় ব্যাটারি। এর সাথে বক্সের মধ্যেই পেয়ে যাবেন 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। 18 ওয়াটের এই ফাস্ট চার্জার দিয়ে মোবাইলটিকে শূন্য থেকে 100% পর্যন্ত ফুল চার্জ করতে সময় লাগে প্রায় দুই ঘণ্টা থেকে একটু বেশি।
একবার ফুল চার্জ করার পর মোবাইলটিকে হেভি ইউজ করে অর্থাৎ গেম খেলে ভিডিও দেখে মাল্টিটাস্কিং করে ছয় থেকে সাত ঘন্টার মত স্ক্রিন অন টাইম পাওয়া গেছে। আর নরমাল ব্যবহারে এটি প্রায় দেড় থেকে দুই দিনের মতো ব্যাকআপ দিতে সক্ষম। ৯০ হার্জ অফ করে চালালে এক থেকে দেড় ঘন্টার মত বেশি ব্যাকআপ পাবেন।
রেডমি ১০ ২০২২ এর পারফরমেন্স
রেডমি ১০ ২০২২ মোবাইল ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে পাবেন android 12। তবে ২০২৩ সালে এতে এন্ড্রয়েড ১৩ এর আপডেট চলে এসেছে। সাথে আরো পাবেন শাওমির নিজস্ব ইউ আই (এম আই এ ওয়াই ১৪)। সফটওয়্যার এক্সপেরিয়েন্সের কথা বলতে গেলে এখানে খুব বেশি ব্লটওয়ার পাবেন না।
এর ইউআইকে যথেষ্ট অপটিমাইজড বলে মনে হয়েছে। অনেকেই শাওমির ইউআই নিয়ে বিভিন্ন ধরনের প্যারা খান। তবে এখানে তেমন কোন ধরনের বড় সমস্যা নেই। এখানে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে MediaTek Helio G88। যার ট্রানজিস্টর সাইজ ১২ ন্যানো মিটার। এটি একটি অকটা করার প্রসেসর এবং এর সর্বোচ্চ স্পিড ২.০ গিগা হার্জ। এবং এখানে জিপিইউ হিসেবে আছে Mali-G52 MC2।
দৈনন্দিন সকল রকমের কাজকর্ম এই মোবাইল ফোনটি ভালো মানের সাপোর্ট দিতে পারে। তবে যারা খুব বেশি মাল্টি টেস্টিং করেন তারা এর ৬ জিবি রেম ভেরিয়েন্ট টিকে কিনবেন । এর ইউআইতে তেমন কোন বড় ধরনের আমরা বাগস খেয়াল করিনি। মোটামুটি হেভি মাল্টি টেস্টিং করার সময়ও ফ্রেম ড্রপ করতে খেয়াল করিনি।
গেমিং এর ক্ষেত্রে আপনারা যদি ছোটখাটো গেম খেলেন তাহলে কোন ধরনের সমস্যা হবে না। Pubg, কল অফ ডিউটি, ফ্রী ফায়ার খেলতে পারবেন। তবে পাবজি খেলার সময় একটানা এক ঘণ্টার বেশি খেললে মোবাইলটিকে গরম হতে দেখা যায় এবং তখন পারফরম্যান্স কমে যায়।
Pubg এখানে সর্বোচ্চ এইচডি গ্রাফিক্স এবং আল্ট্রা ফ্রেম রেটে খেলতে পারবেন। এইচডি গ্রাফিক্স দিলে সর্বোচ্চ হাই ফ্রেম রেট পাবেন। কল অফ ডিউটি লো সেটিংসে চল্লিশ fps এ খেলতে পারবেন। ফ্রী ফায়ার আল্ট্রা গ্রাফিক্সে ৬০এফপিএস দিয়ে খেলতে পারবেন।
ফ্রী ফায়ার এবং কল অফ ডিউটি তুলনামূলকভাবে অপটিমাইজড গেম হওয়ায় এগুলো থেকে ভালো পারফরম্যান্স পাওয়া যায় এবং ভালোভাবেই খেলতে পারবেন খুব বেশি সমস্যা হবে না। ৯০ হার্জও বেশ ভালোভাবেই কাজ করে।
রেডমি ১০ ২০২২ এর অন্যান্য কিছু বৈশিষ্ট্য
১। এখানে ক্যামেরার টু এ পি আই এনাবেল করা আছে তাই আপনারা চাইলে এখানে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ গুগল ক্যামেরা ব্যবহার করতে পারবেন।
২। এর ডিসপ্লেতে ওয়াইডওয়াইন এল ওয়ান এর সাপোর্ট থাকায় ফুল এইচডি তে অনলাইন স্ট্রিমে ভিডিও দেখতে পারবেন।
৩। এখানে নয় ওয়াটের রিভার্স চার্জিং সুবিধা পাবেন।
৪। রেডমি ১০ ২০২২ মোবাইলটিতে ডুয়েল ব্যান্ড ওয়াইফাই এর সাপোর্ট আছে।
৫। এখানে আইআর ব্লাস্টার থাকায় আপনারা এটিকে রিমোট হিসেবেও ব্যবহার করতে পারবেন।
রেডমি ১০ ২০২২ কেন কিনবেন
রেডমি ১০ ২০২২ মোবাইল ফোনটির ভালো দিকের মধ্যে আছে এর ডিসপ্লে, মোটামুটি মানের ক্যামেরা, ভালো ব্যাটারি ব্যাকআপ, অ্যাভারেজ পারফরমেন্স, গুড লুকিং। এখানে ডুয়েল স্পিকার থাকায় খুব ভালো অডিও শোনা যায়। মোবাইল ফোনটি এক হাতে খুব কমফোর্টেবল ভাবে ব্যবহার করা যায়।
এজন্য যারা স্ট্যান্ডার্ড একটি মোবাইল ব্যবহার করতে চান যেখানে ভালো মানের একটি ডিসপ্লে চান ,অ্যাভারেজ ক্যামেরা চান ,এবং মোটামুটি ভালো মানের পারফরম্যান্স তারা ২০২২ কে নিজেদের পছন্দের তালিকায় রাখতে পারেন।
রেডমি ১০ ২০২২ যারা কিনবেন না
আপনি যদি একজন এক্সট্রিম গেমার হয়ে থাকেন তাহলে আপনি এর থেকেও বাজেট বাড়িয়ে আরো ভালো পারফরমেন্সের ফোন কিনবেন। এর ব্যাক প্যানেল্টি প্লাস্টিক দিয়ে তৈরি তাই এটিকে অনেক সস্তা মনে হয়। এর ডিসপ্লের চিন এবং বেজেল এরিয়া কিছুটা বেশি মনে হয়েছে। এর ক্যামেরাটি আরো ভালো হতে পারতো। দাম হিসেবে এটি মাঝামাঝির কাতারে থাকবে।
পরিশেষে বলা যায়, এটির দাম যদি আরো সামান্য কম হতো তাহলে এই দামে এটাকে বেস্ট বলা যেত। এটি যখন প্রথম বাজারে আসে তখন এর দাম ছিল ১৫ হাজার টাকা। কিন্তু ডলার সংকটের কারণে দাম বেড়ে যাওয়ায় এটি এর দাম অনুযায়ী অন্যান্য ব্র্যান্ডগুলো থেকে সামান্য পিছিয়ে থাকবে। এজন্য শাওমি লাভার যারা আছেন তারা অন্যান্য ব্র্যান্ড থেকে অবশ্যই শাওমিকেই পছন্দ করবেন।
আমাদের আর্টিকেলগুলো আপনার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকমের আরো আর্টিকেল পাওয়ার জন্য আমাদেরকে নিয়মিত ভিজিট করুন।