tecno camon 20 pro price in bangladesh | টেকনো মোবাইল

tecno camon 20 pro price in bangladesh | টেকনো মোবাইল

 

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। টেকনো বাংলাদেশ বাংলাদেশের মার্কেটে নতুন একটি স্মার্টফোন নিয়ে এসেছে যার মডেল নাম টেকনো ক্যামন ২০ প্রো। এই মোবাইলটি দাম হিসেবে কেমন, এটিতে কি কি স্পেসিফিকেশন পাবেন এবং এই মোবাইল ফোনটি কিনবেন কিনা ইত্যাদি জানার জন্য মনোযোগ দিয়ে আজকের আর্টিকেলটি পড়ুন। 

tecno camon 20 pro এর দাম কত

টেকনো ক্যামন টোয়েন্টি প্রো মোবাইল ফোনটি বাংলাদেশের মার্কেটে শুধুমাত্র একটি ভেরিয়েন্টে পাওয়া যায়। ৮ জিবি র্যাম এর সাথে ২৫৬ জিবি রম নিয়ে অফিসিয়াল ভাবে এটি পাওয়া যাবে ২৪,৯৯০ টাকায়।

আরও দেখুন

tecno camon 20 pro এর লুকিং ও ডিজাইন কেমন

টেকনো ক্যামন টুয়েন্টি প্রো দুই রকমের কালার এ পাওয়া যায়। একটির নাম Predawn Black। এবং আরেকটি কালার ভেরিয়েন্টের নাম Serenity Blue। এর পিছনের ব্যাকপ্যানেলটি প্লাস্টিকের তৈরি।

 

Tecno camon 20 pro রিভিউ দেখুন

 

 

মোবাইলটির ডিসপ্লে তে ব্যবহার করা হয়েছে পাঞ্চ হোল কাট আউট। এই মোবাইলটা থিকনেস হল ৮.২ মিলিমিটার। এবং এর ওজন প্রায় ১৯৫ গ্রাম।
এই মোবাইলের ব্যাক প্যানেলের ডিজাইনটি ইউনিক তবে কিছুটা টেকনো পোভা ২ এর সাথে মিল রয়েছে। বড় বড় দুইটি ক্যামেরা কাট আউট আছে যেটা দেখতে খুবই সুন্দর। তবে ক্যামেরা হাউস টি একটু বড় হওয়ায় সমস্যা মনে হতে পারে অনেকের কাছে।
মোবাইলটি দেখতে স্কয়ার শেপের। এক হাতে বেশ ভালোভাবেই ব্যবহার করা যায় কোন রকমের সমস্যা হয় না। মোবাইল ফোনটির নিচের দিকে আছে টাইপ সি ইউ এস বি চার্জিং পোর্ট , একটি ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাকের পোর্ট , প্রাইমারি মাইক্রোফোন এবং একটি স্পিকার গ্রিল।
উপরের দিকেও পাবেন একটি সেকেন্ডারি স্পিকার গ্রিল । বামে সিম কার্ড ট্রে এবং এখানে আপনারা ব্যবহার করতে পারবেন দুইটি সিমের পাশাপাশি একটি এক্সটার্নাল মেমোরি কার্ড ব্যবহার করার সুবিধা। মোবাইলটি ডানে আছে ভলিউম বাটন এবং পাওয়ার বাটন।

tecno camon 20 pro এর ক্যামেরা কেমন

 

টেকনো ক্যামন টুয়েন্টি প্রো মোবাইল ফোনে ব্যবহার করা হয়েছে রেয়ার সাইডে ট্রিপল ক্যামেরা সেটআপ। এখানে মেইন ক্যামেরা টি হল চৌষট্টি মেগাপিক্সেল। এই মেইন ক্যামেরাটির অ্যাপাচার f 1.7।
আরেকটি ক্যামেরা হলো দুই মেগাপিক্সেলের f2.4 অ্যাপাচারের একটি ডেপথ সেনসর। এবং সর্বশেষ ক্যামেরাটি হল একটি QVGA এমআই লেন্স।
মেইন ক্যামেরার পারফরম্যান্স খুবই চমৎকার লেগেছে আমাদের কাছে। ছবিগুলো খুবই চমৎকারভাবে পাওয়া যায় এখানে ডিটেলস খুব ভালো ভাবে পাওয়া যায়, পাশাপাশি ডাইনামিক রেঞ্জ খুব ভালোভাবেই কাজ করে।
মেইন ক্যামেরার ছবিগুলো প্রাইস হিসেবে সকলেরই ভালো লাগবে। এখানে পোর্ট্রেট মোড দিয়ে ছবি তোলার সময়ও খুব ভালো ছবি পাওয়া যায়। সাবজেক্ট কে খুব সহজেই ফোকাস করতে পারে।
সামনে ব্যবহার করা হয়েছে ৩২ মেগাপিক্সেলের একটি সেলফি শুটার। সেলফি ক্যামেরাটির অ্যাপাচার f ২.৫। সেলফি ক্যামেরা বেশি রেজুলেশন আর হওয়ায় সেলফিও খুব ভালো মতো পাওয়া যায়। ছবিগুলো খুবই কালারফুল এবং ঝকঝকে পরিষ্কার পাওয়া যায় ।
নাইটে মোডে এখানে বেশ ভালো ছবি ওঠে। Samsung এর তৈরি করা সেন্সরটি নাইট মোডে বেশ ভালো মতো কাজ করছে। পিছনে একটি রিং ফ্লাশ লাইট থাকায় লোলাইটে ছবি তোলাতে সাহায্য করবে। আলো ভালো থাকলে ছবিগুলো ভালো পাওয়া যায় তবে আলো কমে আসলে এর কোয়ালিটি কিছুটা কমে যায়।
এবং ছবিগুলো বেশ ভালো মতোই কালার বুস্ট করে। ২৫ হাজার টাকা বাজে আপনি এর মেইন ক্যামেরার পারফরমেন্স নিয়ে আশা করি সন্তুষ্ট থাকবেন। তবে ন্যাচারাল কালার লাভার যদি হয়ে থাকেন এক্ষেত্রে কিছুটা হতাশ হবেন। ফ্রন্ট ক্যামেরাতে ফেস স্মুথনেস খেয়াল করা যায়।
পিছনের ক্যামেরাটি দিয়ে ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 2k থার্টি fps দিয়ে। তবে এর ভিডিও পারফরম্যান্স ভালো লেগেছে ১০৮০ পেক্সেলের সিক্সটি এফপিএস দিয়ে। ভিডিও কোয়ালিটি মাঝা মাঝি মানের । শক্ত হাতে ভিডিও করলে আরো ভালো স্টেবলাইজ ভিডিও পাবেন।

 

tecno camon 20 pro এর ডিসপ্লে কেমন

টেকনো ক্যামন ২০ প্রো মোবাইল ফোনে ব্যবহার করা হয়েছে ৬.৬৭ ইঞ্চি সাইজের অনেক বড় একটি ডিসপ্লে। এবং এই ডিসপ্লেটির রেজুলেশন ফুল এইচডি প্লাস। এটি একটি অ্যামোলেড ডিসপ্লে এবং এখানে ১২০ হার্জ রিফ্রস রেট এর সাপোর্ট আছে।
এমোলেড ডিসপ্লের সম্পর্কে আপনারা অনেকেই ভালোমতোই জানেন এখানে কালার বুস্টিং ঘটে থাকে। এটি দেখতে অত্যন্ত আই প্লিজিং। ন্যাচারাল কালার পাওয়া যায় না। এখানে ডিসপ্লের চিন এবং বেজেল এরিয়া খুবই সুন্দর ,চার দিক থেকে প্রায় সমান মনে হবে।
ডিসপ্লে টিতে থাকা পাঞ্চ হোল সেলফি ক্যামেরার আকার আকৃতি অনেক ছোট যা চোখে তেমন একটা লাগে না। এই ডিসপ্লেটিতে আপনারা কনটেন্ট ওয়াচিং করে খুব ভালো মজা পাবেন। পাশাপাশি এই ডিসপ্লেতে কোন রকমের টাচ ল্যাটেনসি খেয়াল করিনি আমরা।
ডিসপ্লেটি ব্রাইটনেস নিয়ে কোন ধরনের কোন সমস্যায় পড়তে হয়নি। বাইরে যে কোন রকমের কন্ডিশনে আপনারা ব্যবহার করতে পারবেন কোন রকমের সমস্যা ছাড়া।

tecno camon 20 pro এর ব্যাটারি কত

 

টেকনো ক্যামন ২০ প্রো মোবাইল ফোনে ব্যাটারী হিসেবে আপনারা পাবেন পাঁচ হাজার মিলি এম্পিয়ারে অনেক বড় একটি ব্যাটারি। এবং বক্সের সাথেই থাকবে ৩৩ ওয়াটের একটি ফাস্ট চার্জার।
এই চার্জারটি দিয়ে মোবাইল ফোনটিকে সম্পূর্ণ চার্জ করতে সময় লাগে প্রায় এক ঘন্টা থেকে এক ঘন্টা দশ মিনিটের মত। একবার ফুল চার্জ করার পরে এটি সাধারণ ব্যবহার করার মাধ্যমে প্রায় দেড় দিনের মতো ব্যাটারি ব্যাকআপ দিতে পারে।
এবং একটানা হেভি ইউজ করে অর্থাৎ গেমিং ,মুভি দেখা এবং খুব বেশি মাল্টিটাস্টিং করে এখানে ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় প্রায় ছয় ঘন্টার মত। এর ব্যাটারি পারফরম্যান্স খুবই ইম্প্রেসিভ লাগবে সকলের কাছে।

tecno camon 20 pro এর পারফরমেন্স কেমন

টেকনো ক্যামন টুয়েন্টি প্রো মোবাইল ফোনটিতে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম হিসেবে আছে অ্যান্ড্রয়েড ১৩। এবং সফটওয়্যার হিসেবে আছে টেকনো এর নিজস্ব কাস্টম ইউ আই HiOS 13।
প্রসেসর হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে Mediatek Helio G99। এটি একটি অক্টা কোড়ের প্রসেসর। এবং এখানে প্রসেসরটির ট্রানজিস্টর সাইজ মাত্র ৬ ন্যানো মিটার। এই প্রসেসরটি সর্বোচ্চ ২.২ গিটা হার্জ পর্যন্ত স্পিডে চলতে পারে।

 

এবং জিপিইউ হিসেবে আছে Mali-G57 MC2। এখানে ৮ জিবি র্যাম থাকায় মাল্টি টাস্কিং খুব ভালোভাবেই করা যাচ্ছিল। ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো অ্যাপ নিয়ে কাজ করার সময় কোন রকমের সমস্যায় পড়তে হয়নি। এখানে র্যাম ম্যানেজমেন্ট যথেষ্ট ভালো মনে হয়েছে আমাদের কাছে।
দৈনন্দিন যত রকমের সাধারণ কাজকর্ম আমরা মোবাইল ফোন দিয়ে করি সেগুলো খুব ভালোভাবেই এই মোবাইল ফোনটি হ্যান্ডেল করতে পারবে। গেমিং এর ক্ষেত্রে পাবজী খেলার সময় সর্বোচ্চ এইচ ডি গ্রাফিক্স দিয়ে হাই ফ্রেম রেটে খেলা যায় । গ্রাফিক্স কিছুটা কমিয়ে নিলে এক্ষেত্রে আল্ট্রা ফ্রেমরেট পাওয়া যাবে।
পাবজী পারফরম্যান্স আমরা খুবই ভালো পেয়েছি এই মোবাইলটি থেকে। এখানে অনেকক্ষণ খেলেও খুব বেশি একটা ল্যাগ চোখে পড়েনি। ডিসপ্লেটি অ্যামোলেড হওয়াতে এখানে খুব ভালো কালার পাওয়া যায় এবং গেম প্লে করে অনেক মজা পাওয়া যায়।
কল অফ ডিউটি যারা খেলেন তারাও এখান থেকে খুব ভালো পারফরম্যান্স পাবেন। এবং কল অফ ডিউটি তুলনামূলকভাবে অপটিমাইজড গেম হওয়ায় এখানে খুবই স্মুথ পারফরম্যান্স পাওয়া যায়।
ই-ফুটবল খেলার সময় আমরা কোন রকমের সমস্যায় পড়েনি। এখানে ৩৬০ হারজের টাচ স্যাম্পলিং রেট থাকাতে গেমিং করে খুবই ভালো লেগেছে।
ফ্রী ফায়ার আল্ট্রা গ্রাফিক্স দিয়ে হাই ফ্রেম রেটে খেলার সময় খুবই ভালো পারফরম্যান্স পাওয়া গিয়েছে । একদম বাটার স্মার্ট পারফরমেন্স। শ্যাডো অন করে খেললেও সমস্যা খুব একটা হয় না। এবং এটি খুব একটা হিটও হয় না বলা চলে।
শুধু পাবজি অনেকক্ষণ ধরে খেলার সময় হালকা হিট হয় যেটা হিটিং এর পর্যায়ে বলা যায় না। এছাড়াও হিটিং নির্ভর করে আপনি মোবাইল ডাটা দিয়ে গেম খেলছেন নাকি ওয়াইফাই দিয়ে গেম খেলছেন। ওয়াইফাই দিয়ে খেলার সময় আরো কম হিটিং লক্ষ্য করা যায়।

tecno camon 20 pro এর অন্যান্য কিছু বৈশিষ্ট্য

 

১। ডিসপ্লেটি ওয়াইড ওয়াইন এল ওয়ান এর সাপোর্ট থাকায় এখানে অনলাইনে ott প্লাট ফর্ম গুলাতে ফুল এইচ ডি ভিডিও দেখতে পারবেন।
২। এখানে ক্যামেরা টু এপি আই এর প্রপার সাপোর্ট না থাকায় আপনারা ম্যানুয়াল ক্যামেরা বা জি-ক্যাম ব্যবহার করতে পারবেন না
৩। এখানে ডুয়েল ফোরজি সাপোর্ট করে।
৪। টেকনোর এই মোবাইলটিতে ডুয়েল স্টেরিও স্পিকার থাকাতে সাউন্ড কোয়ালিটি খুবই ভাল পাওয়া গিয়েছে।
৫। এখানে ৮ জিবি পর্যন্ত ভার্চুয়াল র্যাম ব্যবহার করতে পারবেন।
৬। আই পি ৫৩ এই রেটিং থাকায় টুকটাক ধুলাবালি এবং পানির ছিটা থেকে মোবাইলটি নিরাপদ থাকবে।
৭। ডিসপ্লে টি অলওয়েজ অন ডিসপ্লে। ডিসপ্লের নিচের দিকে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর টি কিছুটা নিচের দিকে মনে হয়েছে আমাদের কাছে এজন্য অনেকের সামান্য সমস্যা হতে পারে। ফিঙ্গারপ্রিন্ট টি যথেষ্ট ফাস্ট।
৮। এছাড়াও সিকিউরিটি অপশনে এখানে থাকছে ফেস আনলক সিস্টেম। ফেস আনলকটি আমাদের কাছে স্মুথ মনে হয়েছে।
৯। যারা গেমিং করবেন এই মোবাইলটি দিয়ে তাদের জন্য সুসংবাদ হচ্ছে এখানে জাইরস্কোপ সেনসরটি থাকছে।এর সেনসিটিভিটি আমাদের কাছে খুবই ভালো লেগেছে।

tecno camon 20 pro কেনো কিনবেন

টেকনো ক্যামন টুয়েন্টি প্রো মোবাইল ফোনটির ভালো দিক গুলোর মধ্যে আছে এর খুবই ভালো মানের ডিসপ্লে, ভালো মানের ব্যাক ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা, বড় ডিসপ্লে হওয়া সত্বেও ভালো ব্যাটারি ব্যাকআপ এবং এর ইউনিক ডিজাইন।
এখানে পোট্রেট মোডের ছবিগুলোতেও খুব ভালোভাবে ডাইনামিক রেঞ্জ ধরে রাখতে পারে এবং রাতের বেলাতেও মোটামুটি মানের ছবি পাওয়া যায়।

 

৩৬০ হার্জ টাচ স্যাম্পল রেট ও ১২০ হার্জ রিফ্রেশ রেট থাকাতে গেমিং এর সময় এবং অন্যান্য কাজ করার সময় খুবই স্মুথ মনে হয়েছে এর ডিসপ্লে কে।
মোবাইলটি পারফরমেন্সের কথা বলতে গেলেও মিড বাজেট এ এটি অন্যতম সেরা পারফরম্যান্স দিতে পারে। যারা একটা সুন্দর দেখতে ইউনিক ডিজাইন এর একটি ফোন কিনতে চাচ্ছেন ,পাশাপাশি আপনি টুকটাক ফটোগ্রাফি করেন এবং গেমিং করেন এবং আপনার যদি ভালো ব্যাটারি ব্যাকআপের প্রয়োজন হয় তাহলে অবশ্যই মোবাইলটি আপনি পছন্দ করতে পারেন।

tecno camon 20 pro কেনো কিনবেন না

টেকনোর পক্ষ থেকে এই মডেলের মোবাইলটিতে বেশ কিছু কারণ রয়েছে যার জন্য আপনি এটিকে কিনবেন না। প্রথমত ,এখানে কোন রকমের আলট্রা ওয়াইড ক্যামেরা দেওয়া হয়নি।
এখানে অন্য সেন্সর দুটি না দিয়ে যদি একটি আল্ট্রা ওয়াইড সেন্সর দেওয়া হতো তাহলে অবশ্যই এটি খুবই ভালো হতো। এখানে সেকেন্ডারি কোন নয়েজ ক্যান্সলেশন মাইক্রোফোন দেওয়া হয়নি।
টেকনো এর ইউ আই কে অনেকেই অপছন্দ করেন। কারণ এখানে অনেক বেশি ব্লটওয়ার থাকে। এটি একই সাথে একটি হেভি ইউ আই।

সর্বশেষ মন্তব্য

আজকের এই আর্টিকেল এ টেকনো ক্যামন ২০ প্রো নিয়ে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে। সকল তথ্য ইন্টারনেট থেকে সংগ্রহ করা হয়েছে। কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন।
এই মোবাইলটি কিনবেন কিনা একান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আবারও ভেবে নিবেন। আপনার ভালোলাগার সাথে মিলে যায় কিনা এবং আপনার প্রয়োজন পূরণ করতে পারছে কিনা সেটা বিবেচনা করেই সিদ্ধান্ত নিবেন। নিয়মিত এই ধরনের পোস্ট পড়তে আমাদেরকে ভিজিট করুন।

Hello! I’m Razwan, a dedicated Content Writer 2 years of hands-on experience.

Leave a Comment