under 10k mobile in bd | best phone under 10000 in Bangladesh 2023

under 10k mobile in bd | best phone under 10000 in Bangladesh 2023

under 10k mobile in bd | best phone under 10000 in Bangladesh 2023

 

 

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আমাদের বাংলাদেশে ১০ হাজার টাকার সেরা ফোন কোনটি অনেকেই জানতে চায়। তাদের জন্য আজকের এই আর্টিকেল। এই আর্টিকেল এ জুন ২০২৩ পর্যন্ত বাংলাদেশে লঞ্চ হওয়া সেরা ৭ টি মোবাইল ফোন নিয়ে আলোচনা করা হবে। যেগুলোর প্রত্যেকটির মূল্য হবে ১০ হাজার টাকার নিচে। চলুন তাহলে বিস্তারিত আলোচনা করা যাক।

ITEL VISION 5

 

আমাদের লিস্টের সাত নম্বর ফোনটির নাম itel Vision 5

এটি আইটেলের একটি খুবই জনপ্রিয় ফোন। ফোনটিতে আছে ৬.৬ ইঞ্চি সাইজের একটি এইচ ডি প্লাস রেজুলেশনের আইপিএস এর একটি প্যানেল। যা দাম হিসাবে চলনসই। বড় ডিসপ্লে হওয়াতে ভিডিও কনটেন্ট ভালোই উপভোগ করতে পারবেন। এতে ক্যামেরা হিসাবে আছে ট্রিপল ক্যামেরা। রেয়ারে ৮ মেগা পিক্সেলের মেইন শুটার ও ফ্রন্টে ৫ মেগা পিক্সেলের সেলফি শুটার। অ্যান্ড্রয়েড ১২ চালিত ফোনটিতে প্রসেসর হিসাবে আছে UniSoC SC9863A । যার ট্রানজিস্টর সাইজ ২৮ ন্যানোমিটার। এতে ১৮ ওয়াট এর ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে আছে ৫০০০ মিলি অ্যাম্পিয়ার এর বিশাল ব্যাটারি যা সারাদিন ধরে ভালো ব্যাক আপ দেবে। এটি ৩/৩২ ও ৪/৬৪ জিবি ভ্যারিয়েন্ট এ পাওয়া যাচ্ছে। ৩/৩২ জিবির ভার্সনটি অ্যান্ড্রয়েড গো চালিত অপারেটিং সিস্টেম। অন্যটি ফুল অ্যান্ড্রয়েড ভার্সনের। Itel vision 5 এর দাম ৩/৩২ জিবি ৮৯৯০ টাকা এবং ৪/৬৪ জিবি ৯৯৯০ টাকা

INFINIX SMART 7

 

আমাদের লিস্টের ছয় নম্বর স্মার্টফোন টির নাম infinix smart 7। এই ফোনটিতে আছে ৬.৬ ইঞ্চি সাইজের এইচ ডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে। পিছনে ডুয়েল ক্যামেরা সহ ১৩ মেগাপিক্সেলের মেইন শুটার। ফ্রন্টে আছে ৫ মেগাপিক্সেলের সেলফি শুটার।ফোনটিতে ১০ ওয়াট এর চার্জিং সুবিধা সহ আছে ৫০০০ মিলি অ্যাম্পিয়ার এর বড় ব্যাটারি। অ্যান্ড্রয়েড ১২ চালিত ফোনটি ৩/৬৪ ও ৪/৬৪ জিবি ভ্যারিয়েন্ট এ পাওয়া যাচ্ছে। ৩/৬৪ জিবির দাম 9999 টাকা । তবে ১ জিবি ram বেশি পেতে গুনতে হবে আরো বেশি ১০০০ টাকা অর্থাৎ ১০৯৯৯ হাজার টাকা।

SYMPHONY Z60

 

আমাদের লিস্টের ৫ নম্বর স্মার্ট ফোনের নাম Symphony Z60। এটির পিছনে আছে গ্লাস প্যানেল। পাঞ্চহোল ৬.৫২ সাইজের একটি আইপিএস এইচ ডি প্লাস রেজুলেশনের ডিসপ্লেযুক্ত স্মার্টফোনটি দেখতে খুবই সুন্দর। এছাড়াও এতে আছে ৯০ হার্জ এর রিফ্রেশ রেট। রেয়ার এ আছে ৫২ মেগাপিক্সেলের মেইন ক্যামেরাসহ ডুয়েল ক্যামেরা সেটাপ। ফ্রন্টে আছে ৮ মেগাপিক্সেলের সেলফি শুটার।এতে রয়েছে ৫০০০ মিলি অ্যাম্পিয়ার এর বড় ব্যাটারি সহ ১৮ ওয়াট এর ফাস্ট চার্জিং সাপোর্টের সুবিধা। ফোনটির অ্যান্ড্রয়েড অপারেটিং ১২ তে রান করছে। এতে প্রসেসর হিসাবে আছে UNISOC T606। যার ট্রানজিস্টর সাইজ ১২ ন্যানো মিটার। ৩/৬৪ জিবি ভ্যারিয়েন্ট এর দাম ৯৯৯৯ টাকা এবং ৪/৬৪ জিবি ভ্যারিয়েন্ট এর দাম ১০০০ থেকে সামান্য বেশি মাত্র ৫০০ টাকা প্রায় অর্থাৎ ১০৪৯৯ টাকা।

ITEL P40

 

আমাদের লিস্টের চার নম্বর স্মার্টফোন এর নাম itel P40।

আইটেলের এই ফোনটিতে আছে ৬.৬ ইঞ্চি আইপিএস এর একটি এইচ ডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে। রেয়ার এ ১৩ মেগাপিক্সেলের মেইন শুটার সহ আছে ডুয়েল ক্যামেরা এবং ফ্রন্টে আছে ৫ মেগাপিক্সেলের সেলফি শুটার। ১৮ ওয়াট এর ফাস্ট চার্জিং সুবিধা সহ এতে আছে সব চাইতে বেশি ৬০০০ মিলি অ্যাম্পিয়ার এর বিশাল আকারের একটি বিশাল।যা প্রায় দেড় দিনের মত হেভি ইউজ এ ব্যাক আপ দিতে পারবে । অ্যান্ড্রয়েড ১২ চালিত ফোনটি তে আছে UNISOC SC9863A প্রসেসর। এটি ৩/৩২ ও ৪/৬৪ জিবি ভ্যারিয়েন্ট এ পাওয়া যাচ্ছে ।তবে ৩/৩২ জিবি ভ্যারিয়েন্ট টি চলতে অ্যান্ড্রয়েড গো এডিশনে। অন্যদিকে ৪/৬৪ ভ্যারিয়েন্ট টি অ্যান্ড্রয়েড ফুল ভার্সন এ চলমান। ৩/৩২ জিবির দাম ৮৯৯০ টাকা ও ৪/৬৪ জিবির দাম ৯৯৯০ টাকা।

TECNO POP 7

 

আমাদের লিস্টের তিন নম্বর স্মার্টফোন এর নাম Tecno Pop 7। ফোনটিতে আছে ৬.৬ ইঞ্চি সাইজের এইচ ডি প্লাস রেজুলেশনের একটি আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে। রেয়ার এ আছে ৮ মেগাপিক্সেলের মেইন শুটার সহ ডুয়েল ক্যামেরা এবং ফ্রন্টে আছে ৫ মেগাপিক্সেলের সেলফি শুটার। এই মোবাইলটি অ্যান্ড্রয়েড ১২ এ রান করছে এবং প্রসেসর হিসাবে আছে Unisoc SC9863A1।  এতে ১০ ওয়াট এর চার্জিং এর সাথে রয়েছে ৫০০০ মিলি অ্যাম্পিয়ার এর ব্যাটারি। ২ জিবি ram এর সাথে ৬৪ জিবি ইন্টারনাল মেমোরি নিয়ে স্মার্টফোনটি পাওয়া যাবে ৯৬৯০ টাকায়।

REALME C30

 

আমাদের লিস্টের দুই নম্বর স্মার্টফোন এর নাম রিয়েলমি সি30। যারা একটু ভালো ব্যান্ড দেখে নিতে চান তাদের জন্যই এই ফোনটি। রিয়েলমি বাংলাদেশের জনপ্রিয় ও বিশ্বস্ত একটি ব্র্যান্ড। তাই স্পেক একটু কম হলেও যারা একটু ভালো ব্র্যান্ডের একটু ফোন নিতে চাচ্ছেন তারা এটিকে পছন্দ করতে পারেন। রিয়েলমি সি30 তে আছে ৬.৫ ইঞ্চির একটি এইচ ডি প্লাস রেজুলেশনের আইপিএস এলসিডি ডিসপ্লে।এর রেয়ার এ আছে মাত্র একটি ক্যামেরা যার রেজুলেসন ৮ মেগাপিক্সেল। এবং ফ্রন্টে আছে ৫ মেগা পিক্সেল এর একটু ভালো মানের সেলফি শুটার।১০ ওয়াট চার্জিং এর সাথে এতে পেয়ে যাবেন ৫০০০ মিলি অ্যাম্পিয়ার এর বড় ব্যাটারি। এবং প্রসেসর হিসাবে আছে Unisoc Tiger T612। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ হওয়ায় কিছুটা পিছিয়ে থাকবে এই লিস্টের অন্যান্য সকল স্মার্টফোন থেকে। তবে এর প্রসেসর টি অন্য গুলোর থেকে একটু বেশি ভালো । আবার ram এর দিক দিয়ে পিছিয়ে থাকবে মাত্র ২ জিবি ram থাকায়। তবে এতে ইউএফএস ২.২ ক্যাটাগরির ভালো ইন্টারনাল ভালো মেমোরি থাকায় ডাটা ট্রান্সফার এ ভালো স্পীড পাবেন অন্যান্য গুলোর তুলনায়। ২/৩২ জিবির এই ফোনটি পাচ্ছেন ৯৯৯৯ টাকায়।

ITEL A60s

 

আমাদের লিস্টের এক নম্বর স্মার্টফোন এর নাম itel A60S। এটিকে ১ নম্বরে রাখার বেশ কিছু যোগ্য কারণ আছে। এই ফোনে পাচ্ছেন ৬.৬ ইঞ্চি সাইজের আইপিএস প্যানেলের একটি এইচ ডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে। এতে আছে ডুয়েল ক্যামেরা সেট আপ এবং রেয়ারে আছে ৮ মেগা পিক্সেল এর মেইন শুটার। ফ্রন্টে পাবেন ৫ মেগাপিক্সেলের সেলফি শুটার। এতে আছে ৫০০০ মিলি অ্যাম্পিয়ার এর ব্যাটারি ও ১০ ওয়াট এর চার্জিং সুবিধা।এটি অ্যান্ড্রয়েড ১২ গো এডিশনে চালিত এবং প্রসেসর হিসাবে UniSoC SC9863A । এতে  ram আছে ৪ জিবি ও রম আছে ৬৪ জিবি। এটি স্পেক এর দিক থেকে দাম হিসাবে সব থেকে বেশি ভালো কিছু অফার করছে। এর বর্তমান বাজার মূল্য ৮৯৯০ টাকা। মাত্র ৮৯৯০ টাকায় এটি যা কিছু দিচ্ছে অন্যান্য কোনো ফোনেই এই দামে এত কিছু নেই। এর থেকে একটু ভালো হলেও দাম সেগুলার কোনটি প্রায় ১০০০০ টাকার বেশি হয়ে যাচ্ছিলো । তাই দাম হিসাবে এটিই আমাদের কাছে বেস্ট বলে মনে হয়েছে। এই লিস্টের ৭ টি থেকে যেকোনো একটি আপনারা নিয়ে নিতে পারেন। আশা করা যায় কেও ঠকবেন না।

ITEL S23

 

কিন্তু কেও যদি ১০০০০ এর থেকে মাত্র ৫০০ টাকা বেশি খরচ করতে রাজি থাকেন তাহলে আপনার জন্য সর্বশেষ যে ফোনটি নিয়ে কথা বলবো তার নাম আইটেল s২৩। এটিতে ডিস্পলে হিসাবে থাকছে ৬.৬ ইঞ্চি সাইজের ips এলসিডির একটি প্যানেল।এতে রয়েছে ৯০ হার্জ রিফ্রশ রেট। এছাড়া এই ফোনটির লুক এক কথায় অসাধারণ এবং এতে ব্যবহার করা হয়েছে কালার চেঞ্জিং টেকনোলোজি। ক্যামেরা হিসাবে রেয়ার এ আছে ৫০ মেগাপিক্সেলের মেইন ক্যামেরার ডুয়েল সেট অ্যাপ এবং ফ্রন্টে আছে ৮ মেগা পিক্সেল এর একটি সেলফি শুটার। ১০ ওয়াট এর চার্জিং সুবিধা সহ এতে রয়েছে ৫০০০ মিলি অ্যাম্পিয়ার এর ব্যাটারি। অ্যান্ড্রয়েড ১২ চালিত ফোনটিতে আছে UniSoC T606 প্রসেসর। যার ট্রানজিস্টর সাইজ ১২ ন্যানো মিটার। Itel s 23 তে আছে ১২৮ জিবি ইন্টারনাল মেমোরি। এছাড়াও এতে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট সেন্সর। ৪/১২৮ জিবি ভ্যারিয়েন্ট এর এই ফোনটি পাওয়া যাবে ১০৪৯০ টাকায়।

Hello! I’m Razwan, a dedicated Content Writer 2 years of hands-on experience.

Leave a Comment